তাবলিগ জামাত সদস্যের বিরুদ্ধে দুর্ব্যবহার ও থুথু ছেটানোর অভিযোগ খারিজ করল এইমস কর্তৃপক্ষ

0
505

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

তাবলিগ জামাত সদস্যদের বিরুদ্ধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও থুথু ছেটানোর অভিযোগ খারিজ করল রায়পুর এইমস কর্তৃপক্ষ।

ছবি সংগৃহীত ও প্রতীকী

দিল্লীর নিজামুদ্দিনের ঘটনার পর অল্পবয়সী এক তাবলিগ জামাত সদস্য রায়পুর এইমসে ভর্তি হয়। হঠাৎই তার বিরুদ্ধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও থুথু ছেটানোর অভিযোগ ওঠে। হৈচৈ শুরু হয় কিছু মিডিয়ায়। রাজ্যের বিজেপি মন্ত্রী সুনীল সোনি ঐ যুবককে হাসপাতালের ‘সমস্যা সৃষ্টিকারী’ বলে মন্তব্য করে বয়ান দেন। স্থানীয় মিডিয়াতেও সেই খবর সম্প্রচারিত হয়।

তারপরই ছত্রিশগড়ের ভুয়ো খবর তদন্তকারী দল তদন্তে নামে। হাসপাতাল সূত্রে জানানো হয় যে করোনা আক্রান্ত তবলিগ জামাত সদস্যের বাড়ি কোরবায়। সে কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে কোনপ্রকার দূর্ব্যবহার করেনি । তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। হাসপাতালের সব নিয়ম কানুন মেনে চলছে সে।

এই তথ্য সামনে আসতেই ঢোক গিলতে বাধ্য হন রায়পুরের সাংসদ সুনীল সোনি।ছত্রিশগড় ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সালাম রিজভী বিজেপি সাংসদ সুনীল সোনির মন্তব্যের  তীব্র বিরোধিতা করে বলেন যে দেশব্যাপী করোনা লড়াইয়ের মাঝে দায়িত্বশীল সাংসদ পদে থেকে একজনের ভুয়ো খবর ছড়ানো খুব দুর্ভাগ্যজনক ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here