মথুরাপুরে ত্রাণ নিয়ে বিক্ষোভ অটো চালকদের

0
65

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

ত্রাণ নিতে এসে ক্ষোভে ফেটে পড়ল অটো চালকেরা। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে ত্রাণ নিতে অপেক্ষায় ছিলেন তারা। রাজনৈতিক স্বার্থে ত্রাণ দেওয়ার অভিযোগ উঠেছে আইএনটিটিইউসির বিরুদ্ধে। মথুরাপুর এক নম্বর ব্লকের ঘোড়াদলে ঘটেছে ঘটনাটি।

driver protest | newsfront.co
নিজস্ব চিত্র

এক হাজার অটো চালকদের আজ বেহাল রাস্তা নিয়ে মিটিং করার কথা বলে ডাকে আইএনটিটিইউসি নেতৃত্ব। কিন্তু আজই সকালে এসে তারা শুনতে পায় দেওয়া হবে ত্রাণ। মথুরাপুর এক ও দু’নম্বর ব্লকের এক হাজার অটো চালক উপস্থিত হয় এদিন।

আরও পড়ুনঃ জাতীয় সড়কে বাস-বাইকের সংঘর্ষে আহত ১

কিন্তু সকাল গড়িয়ে বিকেল হলেও ত্রাণ পৌঁছায়না, বাধে বচসা । অটো চালকদের দাবি, করোনার সময় থেকে ঘরে বসে তারা। এখন আনলক পর্বে গাড়ি চালালে তবে মিলবে রোজগার। অথচ এখানে ঠাঁই দাঁড় করিয়ে রাখা হয়েছে তাদের।

অভুক্ত অবস্থায় রয়েছে অনেকে। রাজনৈতিক ফায়দা লুটতে এমন করা হচ্ছে বলে দাবি করেছে অনেকে। রাস্তা খারাপের সমস্যা শিকার করেছে আইএনটিটিইউসির সভাপতি শক্তি পদ মন্ডল। কিন্তু আর্থিক সাহায্য নিয়ে যে রাজনৈতিক তরজা তা তিনি অস্বীকার করেছেন। ইতি মধ্যে রাজনৈতিক ফায়দা তুলছে বলে দাবি করেছে বিজেপি। ত্রাণের নামে রাজনৈতিক ফায়দা করতে এমন পরিকল্পনা বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here