মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
টানা দু’মাস পর আজ রাস্তায় নামল আমজনতার ভরসা অটো। সরকারি নির্দেশানুযায়ী ২ জন যাত্রী নিয়ে ঘুরলো অটোর চাকা। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে এদিন অটো চালানো শুরু হয়েছে কলকাতা ও শহরতলির বিভিন্ন রুটে। তবে ভাড়াও বেড়েছে কিছুটা। ২৭ মে থেকে কলকাতায় চলবে অটো রিকশা চালানোর জন্য অনুমতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এও বলেছিলেন যে, ওই একই দিন থেকে খুলবে ফুটপাথের দোকানও। সেই মতো এদিন বিভিন্ন রুটের অটো রিকশা চালকরা স্ট্যান্ডে অটো নিয়ে আসেন। করোনা সংক্রমণ থেকে বাঁচতে বিশেষ সতর্কতাও গ্রহণ করেছেন চালকরা। মুখে রয়েছে মাস্ক। হাতে গ্লাভস। ঘনঘন ব্যবহার করছেন স্যানিটাইজার।
আরও পড়ুনঃ আন্তঃরাজ্য উড়ান চালুর পূর্বে দমদম বিমানবন্দরে ঝাঁ-চকচকে ৪০০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার
বুধবার সকাল ৬টা থেকে শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন রুটে চলতে শুরু করেছে অটো। শিয়ালদা, উলটোডাঙা, শোভাবাজার, রাসবিহারী, হাজরার মতো অটো রিকশা অধ্যুষিত এলাকায় স্ট্যান্ডে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অটোগুলিকে। কিন্তু যাত্রী কই? সারি দিয়ে দাঁড়িয়ে আছে খালি অটো।
আরও পড়ুনঃ ১ জুন থেকে শুরু হওয়া ২০০ ট্রেনের মধ্যে এই রাজ্যের কতগুলি? দেখে নিন তালিকা
এদিকে সরকারের নির্দেশ, ২ জন যাত্রী নিয়ে চালাতে হবে অটো। আর তাই যাত্রী সংখ্যা কমে যাওয়ায় অটোর ভাড়া কিছুটা বাড়াতে বাধ্য হয়েছেন চালকরা। কোথাও ১০ টাকা ভাড়া বেড়ে হয়েছে ১৫ টাকা। যেখানে ১৫ টাকা ভাড়া ছিল সেখানে ভাড়া বাড়িয়ে ২০টাকা করা হয়েছে। তবে রাস্তায় মানুষ কম থাকায় ভাড়া বাড়াতেও সাহস পাচ্ছেন না অটো চালকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584