বিশ্বকর্মা পুজোর দাবীতে অটোবন্ধ চালকদের

0
74

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পছন্দের জায়গায় বিশ্বকর্মা পূজো করতে বাধা।প্রতিবাদে বন্ধ টালিগঞ্জ-বেহালা এবং রবীন্দ্রসরোবর-বেহালা রুটের অটো চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত অটো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দুই রুটের চালকরাই। এমনিতেই মাঝেরহাটের ব্রিজ বিপর্যয়ের জেরে যানজটে জেরবার নিত্যযাত্রীরা।সেই দুর্ভোগ আরও বাড়িয়ে দিল অটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত।সূত্র মারফৎ জানা গেছে, বেহালার ওই অটোস্ট্যান্ড লাগোয়া অঞ্চলে প্রতিবছর বিশ্বকর্মা পূজার প্যান্ডেল তৈরি হয়।

নিজস্ব চিত্র

এবার সেখানে গজিয়ে উঠেছে একটি বিরিয়ানির দোকান। ইউনিয়নের এক নেতার দাবি,বিগত ৩৫ বছর ধরে এখানে বিশ্বকর্মা পুজো করে আসছি। এই একটা দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ,কিন্তু এবার ওই বিরিয়ানির দোকানটাই সমস্যার সৃষ্টি করছে।বাধ্য হয়েই আমরা টালিগঞ্জ থানায় অভিযোগ করেছি।দিন কয়েকের জন্য সরিয়ে দিতে বলেছি।কিন্তু পুলিশ আমাদের কথার কোনও গুরুত্বই দিচ্ছে না।বাধ্য হয়েই আমরা অটো পরিষেবা বন্ধ রেখেছি।যতদিন না আমাদের দাবি মানা হবে,অটো পরিষেবা বন্ধ থাকবে।দুই পক্ষই একটি সর্বসম্মত সিদ্ধান্তে আসুক।দ্রুত পরিষেবা চালু হোক। এমনটাই চাইছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুনঃ সেতু ভেঙেছে পণ্যবাহী ট্রাকের ঠিকানা সড়ক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here