স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়

0
90

সুদীপ পাল, বর্ধমানঃ

জাতীয় সড়ক কর্তৃপক্ষ এনএইচআই ডিসেম্বর মাস থেকেই টোলপ্লাজাগুলিতে ‘ইলেকট্রনিক টোলিং ফেসিলিটি’ চালু করছে। এরপর থেকে আর হাতে হাতে টোল নেওয়া হবে না।

‘ফাসট্যাগ’-এর মাধ্যমে ১ ডিসেম্বর থেকে টোল নেওয়া হবে টোলপ্লাজাগুলিতে। তার জন্য প্রত্যেক গাড়ির সামনের কাচে ফাসট্যাগের ট্যাগ আটকে দেওয়া হবে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ইঞ্জিন নম্বর, কি ধরনের গাড়ি সব তথ্য ভরা থাকবে একটি বিশেষ চিপে। চিপটি ওই ট্যাগে আটকানো থাকবে।

automatic process to toll collection | newsfront.co
নিজস্ব চিত্র

ফাসট্যাগের জন্য প্রিপেইড একাউন্ট খুলতে হবে প্রত্যেক গাড়ির মালিককে। ‘রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন’ পদ্ধতির মাধ্যমে সেই অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিতে পারবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

হাতে হাতে টোল দেওয়ার জন্য টোলপ্লাজাগুলিতে অনেক সময় গাড়ির লম্বা লাইন হয়ে যায়। ইলেক্ট্রনিক ফ্যাসিলিটি হলে টোলপ্লাজায় আর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না।

আরও পড়ুনঃ ধর্মীয় বিভেদ যেখানে বিস্ময়, অন্য কালীপুজোর আয়োজন মহেন্দ্রপুরে

তাছাড়া কাগজের ব্যবহার কমবে এবং গাড়ি দাঁড়িয়ে থাকলে যে জ্বালানি পোড়ে সেটাও বন্ধ হবে। শুধু তাই নয় এই পদ্ধতিতে টোল দেওয়ার জন্য ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। দুর্গাপুরের বাঁশকোপা টোলপ্লাজায় সারাদিন ধরে গাড়ির লাইন লেগে থাকে।

দুর্গাপুরগামী বাস, দুর্গাপুর থেকে বর্ধমান-গুসকরাগামী বাসের সাথে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা নিয়ে বেশ কয়েকবার বাঁশকোপা টোলপ্লাজার সাথে বাসমালিকদের অশান্তি হয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় বাস নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না তার গন্তব্যে। স্বয়ংক্রিয় পদ্ধতি হলে এই হয়রানি কিছুটা কমবে।

তবে অনেকেই অনলাইনে কিভাবে টোল দিতে হবে তা বোঝেন না। এক্ষেত্রে সচেতনতা প্রচার করা হচ্ছে বলে জানা যাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে।

এই পদ্ধতি চালু হলে বর্তমানে যে রকম যানজট হয় সেরকম আর হবে না বলেই মনে করছে বাঁশকোপার টোলপ্লাজার কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here