একই প্যারালিম্পিক্সে দুটি পদক জিতে ইতিহাস গড়লেন ভারতীয় শ্যুটার অবনী লেখারা

0
106

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

একই প্যারালিম্পিক্সে দুটি পদক জিতলেন ভারতীয় শ্যুটার অবনী লেখারা। টোকিও প্যারালিম্পিকে শ্যুটিংয়ে একটি সোনা জিতে ইতিমধ্যেই ইতিহাসে গড়েছেন তিনি।

Avani Lekhara
অবনী লেখারা। ছবি: সংগৃহীত

এবার অবনীর হাত ধরে আরও একটি পদক এল ভারতের ঘরে। মেয়েদের ৫০ মিটার ৩পি এসএইচ ১ ইভেন্টে ব্রোঞ্জ জিতে ফের ভারতের ঝুলিতে পদক এনে দিলেন ১৯ বছরের অবনী।

চলতি টোকিও প্যারালিম্পিকে এখনও পর্যন্ত মোট ১২ টি পদক রয়েছে ভারতের ঝুলিতে। এর মধ্যে দুটি সোনা, ৬টি রুপো এবং বাকি চারটি ব্রোঞ্জ। এর মধ্যে অবনী নিজেই জিতেছেন দুটি পদক। আর এটাই প্যারালিম্পিক্সে ভারতের সেরা সাফল্য।

প্যারালিম্পিকে অবনীর জোড়া পদক জয়ের পর টুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “টোকিও প্যারালিম্পিকে আরও সাফল্য ভারতের। অবনী লেখারা দুর্দান্ত পারফর্ম করেছেন। ব্রোঞ্জ পদক জয়ের জন্য তাঁকে অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here