মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
একই প্যারালিম্পিক্সে দুটি পদক জিতলেন ভারতীয় শ্যুটার অবনী লেখারা। টোকিও প্যারালিম্পিকে শ্যুটিংয়ে একটি সোনা জিতে ইতিমধ্যেই ইতিহাসে গড়েছেন তিনি।

এবার অবনীর হাত ধরে আরও একটি পদক এল ভারতের ঘরে। মেয়েদের ৫০ মিটার ৩পি এসএইচ ১ ইভেন্টে ব্রোঞ্জ জিতে ফের ভারতের ঝুলিতে পদক এনে দিলেন ১৯ বছরের অবনী।
#ShootingParaSport Update#IND Para shooter @AvaniLekhara finishes R8 Women’s 50m Rifle 3P SH1 Qualification at 2nd position with 1176 points and qualifies for the final
The final is at 10:00 am (IST) today. Stay tuned and continue to #Cheer4India
#Praise4Para #Paralympics pic.twitter.com/n90m7dZvYC— SAI Media (@Media_SAI) September 3, 2021
চলতি টোকিও প্যারালিম্পিকে এখনও পর্যন্ত মোট ১২ টি পদক রয়েছে ভারতের ঝুলিতে। এর মধ্যে দুটি সোনা, ৬টি রুপো এবং বাকি চারটি ব্রোঞ্জ। এর মধ্যে অবনী নিজেই জিতেছেন দুটি পদক। আর এটাই প্যারালিম্পিক্সে ভারতের সেরা সাফল্য।
The moment💜 Outstanding from Avani Lekhara. Only 19 yrs and the youngest competitor in the final, she can only get better. Two medals: a #Gold and a #Bronze already. #Tokyo2020 #Paralympics pic.twitter.com/Oi0YZoFisY
— Doordarshan Sports (@ddsportschannel) September 3, 2021
প্যারালিম্পিকে অবনীর জোড়া পদক জয়ের পর টুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “টোকিও প্যারালিম্পিকে আরও সাফল্য ভারতের। অবনী লেখারা দুর্দান্ত পারফর্ম করেছেন। ব্রোঞ্জ পদক জয়ের জন্য তাঁকে অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করি।”
More glory at the Tokyo #Paralympics. Elated by the stupendous performance of @AvaniLekhara. Congratulations to her on bringing home the Bronze medal. Wishing her the very best for her future endeavours. #Praise4Para
— Narendra Modi (@narendramodi) September 3, 2021
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584