মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
প্রথমে টেবিল টেনিস, তারপর হাই-জাম্প, ডিসকাস থ্রোয়ের পর এবার শ্যুটিংয়ে পদক জিতলো ভারত। সোমবার টোকিও প্যারালিম্পিক্সে দেশের ঝুলিতে সোনা এনে দিলেন অবনী লেখারা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ানে সোনা জিতলেন অবনী লেখারা। ২৪৯.৬ পয়েন্ট পেয়ে ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্স রেকর্ড গড়লেন অবনী।
এদিন শুরুটা ভালই হয়েছিল অবনী লেখারা। প্রথমে কোয়ালিফিকেশন রাউন্ড পার করেন এবং তারপর ৬২১.৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করেন অবনী। পরবর্তীতে তিনি ফাইনাল রাউন্ডে ২৪৯.৬ পয়েন্ট স্কোর করেন। যা বর্তমানে ওয়ার্ল্ড রেকর্ডও বলা যেতে পারে। অন্যদিকে, ডিসকাস থ্রোয়ের F56 বিভাগে রুপো পেলেন যোগেশ কাঠুনিয়া। ফাইনালে ৪৪.৩৮ মিটার থ্রো করেন তিনি।
আরও পড়ুনঃ এশিয়ান জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের রোহিত চামোলি
Phenomenal performance @AvaniLekhara! Congratulations on winning a hard-earned and well-deserved Gold, made possible due to your industrious nature and passion towards shooting. This is truly a special moment for Indian sports. Best wishes for your future endeavours.
— Narendra Modi (@narendramodi) August 30, 2021
ইতিমধ্যেই অবনীকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ‘প্যারালিম্পিক্সে অবনীর অলৌলিক সাফল্য। ভারতের ঘরে সোনা এনে দিয়েছেন তিনি। পরিশ্রম আর শ্যুটিংয়ের প্রতি ভালবাসার জোরেই এটা সম্ভব হয়েছে। ভারতীয় ক্রীড়াজগতের এ এক বিশেষ মুহূর্ত। ভবিষ্যতেও তাঁর এমন সাফল্যের সৌজন্যে গর্বিত হোক ভারত। ভবিষ্যতের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল আমির তরফ থেকে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584