পিটিআই-এর চেয়ারম্যান পদে বসছেন অভীক সরকার

0
360

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বদল হচ্ছে দেশের অন্যতম প্রধান সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই-এর চেয়ারম্যান। এই পদে বসছেন একজন বাঙালি। সোমবার অভীক সরকারকে তাদের পরবর্তী চেয়ারম্যান হিসাবে ঘোষণা করে সংস্থাটি।

avik sarkar | newsfront.co
অভীক সরকার। ফাইল চিত্র

শনিবার সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে। বিজয় কুমার চোপড়ার জায়গায় এবার পিটিআইয়ের চেয়ারম্যান হবেন অভীক সরকার।

আরও পড়ুনঃ প্যাংগং লেকের কাছে ফের চিনের আগ্রাসন, প্রতিহত করল ভারতীয় সেনা

দীর্ঘদিন সাফল্যের সঙ্গে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অভীকবাবু। ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হওয়ার পর তিনি পদত্যাগ করেন। পেঙ্গুইন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন অভীকবাবু।

আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সম্পাদক অভীক সরকারের বয়স প্রায় ৭৫ ছুঁই ছুঁই। তবে ফিটনেস-প্রিয় এই বাঙালিকে দেখে তা বোঝা দায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য ব্রিটেন যান তিনি। সেখানেই সাংবাদিকতার পাঠ নেন এই বাংলা দৈনিকের প্রাক্তন সম্পাদক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here