নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দিল্লি কংগ্রেস যাই বলুক না কেন ২০১৯ এর ডাকা মহাজোটে পশ্চিমবঙ্গে তৃণমূলের পাশে যে কংগ্রেস দাঁড়াবে না তা কার্যত পরিষ্কার করে দিলো জঙ্গিপুরের কংগ্রেস সংসদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর পুত্র অভিজিৎ মুখার্জী। মেদিনীপুরে এক কর্মী সম্মেলনে যোগ দিতে এসে প্রণব পুত্র জানান কংগ্রেস সর্বভারতীয় দল তাই তৃণমূলের মুখাপেক্ষী হয়ে জোটে যোগ দেওয়ার কোন প্রশ্ন নেই।জোটের প্রশ্নে পাল্টা কটাক্ষ করে প্রণব পুত্রের দাবি,তৃণমূল লোকসভায় ৪২ এ ৪২ টি আসন পাচ্ছে তাহলে জোটের প্রশ্ন আসছে কেন!
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী রবিবারই সোনিয়া গান্ধীর জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার জন্য উড়ে গিয়েছেন দিল্লিতে।সোমবারই বিজেপি বিরোধী জোটের মুখ হয়ে দেখা যাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই দাবি রাজনৈতিক মহলের।সে জায়গায় প্রণব পুত্রের এই দাবিকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের।
আরও পড়ুনঃ পাবলিসিটির রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে: গৌরব গগৈ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584