বিষ্ণুপুরে দলীয় সভায় বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক

0
61

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Avisekh beat up bjp
নিজস্ব চিত্র

সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রকাশ্য সভা করল তৃনমূল।বিষ্ণুপুরের পৈলানে প্রকাশ্য জনসভায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃনমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন সভায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক।তিনি বলেন, ‘বারুইপুর যুব সভাপতি হওয়ার কারনে রাজ্যের অন্য জায়গায় নির্বাচনী সভায় যেতে হবে।

Avisekh beat up bjp
নিজস্ব চিত্র

তাই এবার আপনাদের বেশি সময় দিতে পারবো না,এবার ভোটে আপনারাই সৈনিক।আপনাদেরই লড়াই করতে হবে।এবারে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে নির্বাচনে বৈতরণী পারের দায়িত্ব আপনাদের নিতে হবে।তবে ১০ মে থেকে ১৭ মে এই জেলায় থাকবো।ওস্তাদের মার শেষ রাতে,কড়ায় গন্ডায় বুঝে নেবো।’এমন ভাবেই কর্মীদের উৎসাহিত করলেন ডায়মন্ডহারবার লোকসভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী তথা তৃনমূলের সর্ব ভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার বিকেলে বিষ্ণু পুরের দৌলতপুর যুব সংঘের মাঠে বিষ্ণুপুর ও সাতগাছিয়া কেন্দ্রের নির্বাচনী কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ ,বিধায়ক দিলিপ মণ্ডল ,সোনালি গুহ ,পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীমন্ত বৈদ্য,জেলা যুব সভাপতি শওকাত মোল্লা।এদিন বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ডহারবার লোকসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ,’ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র বিগত বছরে আড়াই কোটির কাজ করে বাংলায় ১ নম্বর লোকসভা কেন্দ্র হিসাবে চিহ্নিত হয়েছে।’এবারে জিতলে আগামী দিনে ভারতের এক নম্বরে হবে। আরও উন্নয়ন হবে।বিজেপির সমালোচনা করে অভিষেক বলেন,”তৃনমূল শীত,গ্রীষ্ম,বর্ষা মানুষের পাশে আছে,থাকবে।এক দল ভোটের সময় আসে আর চলেও যায়, যাদের কোন দিন খুঁজে পাওয়া যায়নি।মোদী সরকার বাংলাকে দশ পয়সা দিয়েও সাহায্য করেনি।মোদীর উন্নয়নে উপকৃতদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। ভাঁওতা দিয়ে বাংলাই শুধু অশান্তি করতে চেয়েছে।ধর্মের ভিত্তিতেই রাজনীতি করে টেকা যাবে না।২৩ শে মে এর পর পদ্মফুলের মালিকরা চোখে সর্ষে ফুল দেখবে।জোড়া ফুল ফুটবে। কংগ্রেস,সিপিএম কেও খুঁজে পাওয়া যাবে না।যারা কুৎসা করার করবে ,কুৎসা কারিদের জবাব দিতে হবে গণত্রান্ত্রিক ভাবে।নরেন্দ্র মোদীকে দিল্লি ছাড়া করতে হবে।”ডায়মন্ডহারবারের বিজেপির প্রার্থীকে উল্লেখ করে অভিষেক বলেন,৫০০ কিলোমিটার দূরে থাকেন বিজেপি প্রার্থী,এলাকা চিনতেই ছয় মাস হয়ে যাবে।দুইটি বিধানসভা ঘুরে পদাতিক এক্সপ্রেস ধরে বাড়ি চলে যাবেন।”

আরও পড়ুনঃ পাঁচ বছরে সাংসদকে পাঁচবারও দেখা যায়নি বললেন ভারতী

Avisekh beat up bjp
নিজস্ব চিত্র

এর পাশাপাশি অভিষেক আরও বলেন,দলনেত্রী বলেছেন ৪২ এ ৪২ দিতে হবে।তবে ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল ভারতবর্ষ উপহার দেবে দলনেত্রী।এই লড়াই বাংলার সংস্কৃতি,সম্মান ইতিহ্য রক্ষার লড়াই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here