সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
গতকাল ফলতা থানার অন্তর্গত মামুদপুরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। মৃত কালাচাঁদা মিদ্দা নাগরিকত্ব প্রমাণে প্রয়োজনীয় নথি নিয়ে দুশ্চিন্তায় আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের।
আজ মৃত কালাচাঁদের বাড়িতে যান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা যুব তৃণমুল নেতা অভিষেক ব্যানার্জী।মৃতের পরিবারের সাথে দেখা করে তার পরিবারকে সাংসদ তহবিল থেকে দু’লক্ষ টাকা এবং পঞ্চায়েত সমিতি থেকে একটি বাড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের তহবিল থেকে আরও তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুনঃ নাগরিকত্বের নথির অভাবেই আত্মহত্যা দাবি স্থানীয়দের
এদিন অভিষেক মল্লিকপুরে একটি জনসভা করেন। এই জনসভা থেকে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। একই সাথে তিনি জানান, ডায়মন্ড হারবারে আর কাউকে এনআরসির জন্য মরতে দেবো না।
এদিনের কর্মসূচিতে সাংসদ যুবনেতার সাথে ছিলেন ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গির খান সহ অনান্য তৃণমূল নেতা কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584