নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মঙ্গলবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী দশরথ তিরকের নির্বাচনী প্রচারে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চন্ডির ঝার এলাকায় এলেন যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে সাধারন মানুষ এসেছিলেন।সাংসদ অভিষেক ব্যানার্জী ৩ টা ৩০ মিনিটে সভাস্থলে আসেন।আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের স্থায়ী হেলিপ্যাডে নেমে সোজা তিনি সড়কপথে জনসভাস্থলে আসেন।
অভিষেক ব্যানার্জীর বক্তব্য শোনার জন্য বহু মানুষ ভীড় করেন।এদিন সভায় অভিষেক, মোদি ও অমিত শাহ কে তুলোধনা করেন।মমতা ব্যানার্জীকে ‘দুর্গা’ আখ্যা দিয়ে বলেন,উন্নয়ন করেছেন মমতা।তিনি বলেন,”আলিপুরদুয়ার জেলা হয়েছে।জেলায় হয়েছে নানান উন্নয়ন।মোদি নিজেকে চা ওয়ালা বলেছেন।এখন বলছেন চৌকিদার।১২ হাজার কোটি টাকা নিয়ে ওরা চলে গেছে।আর আগামী ৫ বছর ৩ গুন উন্নয়ন করা হবে এখানে।”
আরও পড়ুনঃ দাড়িভিটে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু
তিনি আরও বলেন, “মোদী এসে চা বাগানের জন্য অনেক কথা বলে গিয়েছিলেন।কিন্তু চা বাগান খোলা সহ নানা কাজ করেছেন মমতা ব্যানার্জী।”
এদিন সভায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584