শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির হারাহার মাঠে আসেন তৃনমূল নেতা অভিষেক ব্যানার্জী। জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার কর্মী সমর্থক হাজির হয়েছিলেন এদিনের এই সভায়।অভিষেক ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ,জেলা সভাপতি বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পুরসভার পৌরাধ্যক্ষ প্রসূন মিত্র,সহ আরও অনেকে।অভিষেক ব্যানার্জী এদিন কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন। এবারের এই লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রর প্রার্থী অর্পিতা ঘোষ কে দুই লক্ষের বেশি ভোটে জেতানোর প্রার্থনা করেন উপস্থিত জনসাধারনের কাছে।
এছাড়া তিনি বলেন, “কয়েক মাস আগে ৫ টা রাজ্যের বিজেপি পরাজিত হয়।বিজেপি ক্ষমতায় আসার পরেই পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছিল।যা জনসাধারনের হাতের বাইরে চলে যায় কিন্তু ৫ টা রাজ্যে হারের পরেই পেট্রোল,ডিজেল ও গ্যাসের দাম কমিয়ে দিয়েছে।ঠেলায় পড়েই বিড়াল গাছে চড়েছে।এবারের লোকসভা নির্বাচনেও বিজেপিরও একই অবস্থা।বিজেপি সরকার জয় শ্রী রামের নাম করে ফূর্তি করছে,তোলা আদায় করছে।৩০০০ হাজার কোটি টাকা খরচ করে দিল্লিতে দলীয় কার্যালয় বানিয়েছে।২৩ মে লোকসভা ভোটের ফল বের হবার পরে বিজেপির নাম আর খুঁজে পাওয়া যাবে না।১৪ সালের নির্বাচনের আগে মোদীর ছিল কেটলি,এখন জুটেছে জেটলি।দু’জনে মিলে দেশটাকে বিক্রি করে দিচ্ছে।তিনি বলেন, চৌকিদারের আমলে বিদেশে পালিয়েছে বিজয় মাল্য, নীরব মোদীর। আমরা এমন চৌকিদার চাই না।চৌকিদারের আমলেই কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।এটাই চৌকিদারের আসল রুপ।আমরা সবাই জানি আমাদের দেশের শত্রু পাকিস্থান। কিন্তু নরেন্দ্র মোদী চাইছে পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান,নরেন্দ্র মোদীকে চাইছে আইএসআই,মোদীকে চাইছে বিজয় মাল্য, মোদীকে চাইছে নীরব মোদী।”
আরও পড়ুনঃ দাঁতনে জনসভায় মোদী সরকারকে তীব্র কটাক্ষ মানসের
তিনি আরও বলেন, হিন্দু ধর্মে বিভেদের কথা বলা নেই। অথচ বিজেপি হিন্দু ধর্মের কথা বলে বিভেদের রাজনীতি করছে।তৃণমূল সরকারের আমলে গঙ্গাসাগর, কালিঘাট, দক্ষিনেশ্বর সহ রাজ্যের বিভিন্ন হিন্দু মন্দির ও ধর্ম প্রতিষ্ঠানের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন অভিষেক ব্যানার্জী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584