নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা তৃণমূল কংগ্রেস খুব ভাল ফল করতে পারেনি,সেখানে অনেকটা এলাকায় বিজেপি শিবির দখল করে নেয়।ফলে চাপের মুখে অনেকটাই পড়তে হয় জেলা তৃণমূল নেতৃত্বকে।

অন্য দিকে এলাকা জুড়ে পদ্ম শিবিরের ভাল ফল হওয়ার কারণে আগামী দিনে পুরো এলাকাটাই বিজেপির দখলে আনতে পারে সেই পরিকল্পনা করে সংগঠনকে আরও মজবুত করতে মরিয়া হয়ে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব।যেহেতু তৃণমূলের হাত থেকে নারায়ণগড় বিধানসভা এলাকা হাতছাড়া হতে চলেছে,এই পরিস্থিতিতে ওই সব এলাকায় সংগঠনকে ঘুরিয়ে আনতে হাত বাড়িয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব,তাই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে নারায়নগড় বিধানসভা নির্বাচনী প্রচারে আসছেন অভিষেক ব্যানার্জী।

আগামী ২০ এপ্রিল নারায়ণগড়ের বাখরাবাদ জগন্নাথ মন্দিরে নির্বাচনী প্রচার ও জনসভা করতে আসছেন অভিষেক ব্যানার্জী।
আরও পড়ুনঃ সবং এ প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী সাইফুল
বৃহস্পতিবার তারই মাঠ পরিদর্শনে আসছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি,যুব সভাপতি রমাপ্রসাদ গিরি সহ একাধিক জেলা নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584