নারায়নগড়ে নির্বাচনী প্রচারে আসছেন অভিষেক

0
31

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

 

Avishek will come at narayangarh campaign
নিজস্ব চিত্র

গত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা তৃণমূল কংগ্রেস খুব ভাল ফল করতে পারেনি,সেখানে অনেকটা এলাকায় বিজেপি শিবির দখল করে নেয়।ফলে চাপের মুখে অনেকটাই পড়তে হয় জেলা তৃণমূল নেতৃত্বকে।

Avishek will come at narayangarh campaign
নিজস্ব চিত্র

অন্য দিকে এলাকা জুড়ে পদ্ম শিবিরের ভাল ফল হওয়ার কারণে আগামী দিনে পুরো এলাকাটাই বিজেপির দখলে আনতে পারে সেই পরিকল্পনা করে সংগঠনকে আরও মজবুত করতে মরিয়া হয়ে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব।যেহেতু তৃণমূলের হাত থেকে নারায়ণগড় বিধানসভা এলাকা হাতছাড়া হতে চলেছে,এই পরিস্থিতিতে ওই সব এলাকায় সংগঠনকে ঘুরিয়ে আনতে হাত বাড়িয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব,তাই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে নারায়নগড় বিধানসভা নির্বাচনী প্রচারে আসছেন অভিষেক ব্যানার্জী।

Avishek will come at narayangarh campaign
নিজস্ব চিত্র

আগামী ২০ এপ্রিল নারায়ণগড়ের বাখরাবাদ জগন্নাথ মন্দিরে নির্বাচনী প্রচার ও জনসভা করতে আসছেন অভিষেক ব্যানার্জী।

আরও পড়ুনঃ সবং এ প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী সাইফুল

বৃহস্পতিবার তারই মাঠ পরিদর্শনে আসছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি,যুব সভাপতি রমাপ্রসাদ গিরি সহ একাধিক জেলা নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here