বেআইনী কিডিনি বিক্রি রোধে সচেতনতা শিবির

0
68

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Awareness camp to prevent the sale of unlawful kidneys
সুরজ থাপা,আই সি রায়গঞ্জ থানা।নিজস্ব চিত্র
Awareness camp to prevent the sale of unlawful kidneys
মানস ঘোষ,রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।নিজস্ব চিত্র
Awareness camp to prevent the sale of unlawful kidneys
সুচিত্রা বর্মন সর্দার,স্থানীয় পঞ্চায়েত সদস্য।নিজস্ব চিত্র

কিডনি পাচার ও অবৈধভাবে কিডনি প্রদান সম্পর্কে সচেতন করতে রায়গঞ্জের রাড়িয়া গ্রামে এক সচেতনতা শিবির করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্য দফতর।রাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আজকের এই সচেতনতা শিবিরে যোগ দেন উত্তর দিনাজপুর জেলা ডেপুটি পুলিশ সুপারিন্টেন্ডেন্ট প্রসাদ প্রধান,জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃদেবাশীস মন্ডল , রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপা সহ অন্যান্য উত্তর দিনাজপুর জেলা পুলিশের পদস্থ আধিকারিকেরা। সচেতনতা শিবিরে আসা রাড়িয়া গ্রামের সাধারন মানুষদের কিডনি পাচার ও কিডনি প্রদানের কুফল সম্পর্কে অবগত করান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের রাড়িয়া গ্রামে সক্রিয় হয়ে ওঠে কিডনি পাচারচক্র। ইতিমধ্যেই গ্রামের তিনজন দিনমজুর মানিক বর্মন,ভুপেন রায় ও মঙলু রায় কিডনি পাচারচক্রের শিকার হয়ে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি খুইয়েছেন। অভাবের তাড়নায় তারা তাদের কিডনি বিক্রি করেছেন বললেও তারা যে কিডনি পাচারচক্রের শিকার হয়েছেন তা একপ্রকার নিশ্চিত উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।আর সেকারনেই রাড়িয়া গ্রামে কিডনি পাচারচক্র রুখতে এলাকার মানুষদের সচেতন করতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন।আজ রাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে কিডিনি পাচারচক্র নিয়ে এলাকার মানুষদের সচেতন করতে এক সচেতনতা শিবির করে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন।পুলিশ আয়োজিত আজকের এই সচেতনতা শিবিরে যোগ দিয়ে কিডনি খোয়ানো মানিক বর্মন ও মঙলু রায় নিজেদের ভুল স্বীকার করে নেন। রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপা তার বক্তব্যে এলাকার মানুষকে এই বিষয়ে সচেতন করার পাশাপাশি এটা যে আইনত দন্ডনীয় অপরাধ তা উল্লেখ করে দেন।

Awareness camp to prevent the sale of unlawful kidneys
সচেতনতা মঞ্চ।নিজস্ব চিত্র
Awareness camp to prevent the sale of unlawful kidneys
সুমিত্রা রায়,কিডিনি বিক্রেতার স্ত্রী।নিজস্ব চিত্র
Awareness camp to prevent the sale of unlawful kidneys
সচেতনতা শিবির শ্রোতাদের একাংশ।নিজস্ব চিত্র
Awareness camp to prevent the sale of unlawful kidneys
ডাঃ দেবাশীষ মন্ডল,জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক।নিজস্ব চিত্র

আরও পড়ুন: খড়গপুরে ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাইকেল র‍্যালি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here