মনিরুল হক, কোচবিহারঃ
পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবির করলেন ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।শনিবার ওই সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত মাথাভাঙ্গা ২নং ব্লকের পারডুবি উচ্চ বিদ্যালয়ে।এদিন ওই শিবিরে ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দিতে ব্লকের প্রতিটি হাইস্কুলে সচেতনতা মূলক শিবির করার উদ্যোগ নেওয়া হয়।এদিনের ওই শিবিরে উপস্থিত ছিলেন ঘোকসাডাঙ্গা থানার ওসি মহিম অধিকারী, এএসআই ক্রান্তিময় দেব,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
এদিন ওই শিবিরে ঘোকসাডাঙ্গা থানার ওসি মহিম অধিকারী জানান,ছাত্রছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা,সামাজিক কুপ্রথা দূরীকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা জরুরি তাই আগামীতে অন্যান্য বিদ্যালয় গুলিতেও এধরনের শিবির করা হবে।
অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী বলেন, “পুলিশের এহেন সচেতনতামূলক শিবির করার উদ্যোগকে সাধুবাদ জানান।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584