নাগরিকপঞ্জি বিষয়ে সচেতনতা মূলক আলোচনা সভা

0
139

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে আজ কোলকাতা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে এন আর সি /এন (আর)আই সি, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল ও এন পি আর নিয়ে যে নানান বিভ্রান্তি দূর করতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Awareness discussion meeting About NRC | newsfront.co
নিজস্ব চিত্র

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মোঃ সেলিম, তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান, আসামের বরাক উপত্যকার হিউম্যান রাইট প্রটেকশন কমিটির সম্পাদিকা
তানিয়া লস্কর , অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র , মানবাধিকার কর্মী রঞ্জিত সুর, নাগরিকপঞ্জি বিরোধী মঞ্চের পক্ষে প্রসেনজিৎ বসু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দ দেব মূখার্জী, শিক্ষাবিদ মীরাতুন নাহার- সহ বিশিষ্ট জনেরা।

আরও পড়ুনঃ এনআরসির প্রতিবাদে বক্সিরহাটে সিপিআইএমের সভা

এদিনের আলোচনা সভায় ফোরামের সভাপতি ইসরারুল হক মন্ডল বলেন, “এন.আর.সি./এন.(আর.)আই.সি., সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল ও এন.পি.আর.
নিয়ে বিভ্রান্তি দূর করে মানুষের আতঙ্ক কাটিয়ে তাদের পাশে দাঁড়ানো ও কোনো মানুষই যেন রাষ্ট্রহীন না হয় সেই প্রচেষ্টাই চলবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here