পিয়ালী দাস, বীরভূমঃ
করোনা সংক্রমণের জেরে আতঙ্কিত পৃথিবী। দিন যত গড়াচ্ছে সংক্রমণে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে মানুষকে ইতিমধ্যে সচেতন করতে রাস্তায় নেমে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার রাজ্যবাসীকে আবেদন করছেন লকডাউন সফল করতে।
কিন্তু ওই যে বাঙালির মহাদোষ এখনো তো আমার পরিবার ক্ষতিগ্রস্থ হয়নি। তাই মুখ্যমন্ত্রীর আবেদন অগ্রাহ্য করে প্রত্যেক দিন রাস্তায় নামছে হাজার হাজার মানুষ।
কিন্তু মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে অজপাড়াগাঁয়ের এক পটুয়া মানুষকে সচেতন করতে বাঁধলেন গান, গানের পরশে পরশে উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের ২১ দিনের লকডাউন- এর কথা। পটচিত্রে একটি রাক্ষসের ছবি তুলে তুলনা করা হয়েছে করোনার।
গানের মাধ্যম দিয়ে জনগণকে সচেতন করেছে শিল্পীরা। পটের মাধ্যমে তুলে ধরা হয়েছে কিভাবে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বজায় রেখে আগামী লকডাউন- এর দিনগুলো কাটাতে হবে। যদি দূরত্ব বজায় না রাখে মানুষ, তাহলে মৃত্যু যে রাক্ষসের মত গ্রাস করে নেবে পরিবারের পর পরিবার সেই বার্তাই কিন্তু দিতে চেয়েছে গ্রামের এই পট শিল্পী।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রনইীন বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, জখম ১
গৃহবন্দী থেকে দেশকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে সেই বার্তাও কিন্তু গানের মধ্যে অত্যন্ত সুকৌশলে তুলে ধরেছে গ্রামের মহিলা পটশিল্পী। গানের মধ্যে বারবার জনগণ কে আবেদন করেছেন এই পটশিল্পীরা নিজে বাঁচুন পরিবারকে বাঁচান দেশকে রক্ষা করুন দেশের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584