নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার খেলার গজেন্দ্র হাইস্কুলের শিক্ষিকারা মেয়েদের মাসিক ও বয়সন্ধিকালের সমস্যা বিষয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি পালন করেন।
এই কর্মসূচিতে শুধুমাত্র বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীভুক্ত সমস্ত ছাত্রীরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচি থেকে প্রতিপাদ্য বিষয়গুলি পরবর্তী ক্ষেত্রে তারা বাস্তবজীবনে পালন করবে বলে অঙ্গীকারবদ্ধ হয়। মূলত বিদ্যালয়ের জীববিদ্যা বিষয়ের শিক্ষিকা তনুশ্রী জানা এই বিষয়ে আলোকপাত করেন।
আরও পড়ুনঃ বণ্যপ্রাণ সংরক্ষণে জনমত গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
যেহেতু বিদ্যালয়টি একটি প্রান্তিক জায়গায় অবস্থিত তাই এই কর্মসূচিতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বাস্তব জীবনে তারা এর ব্যবহারিক গুরুত্ব প্রয়োগ করবে বলে স্বীকৃত হোন।
আলোচনায় ছাত্রীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব চলে। সমগ্র কর্মসূচিটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভূগোলের শিক্ষিকা ইন্দ্রানী মল্লিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584