কলেজে ভর্তি হলেন কনীনিকা

0
166

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন বাংলা ধারাবাহিক ‘আয় তবে সহচরী’। সহচরীর চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। আর সহচরীর যে সহচরী তার অনস্ক্রিনের নাম বরফি৷ আসল নাম অরুণিমা।
সহচরী এক গৃহকর্মনিপুণা নিপাট গৃহবধূ। তাকে ছাড়া সংসার অচল। আবার সে-ই কোথাও গিয়ে খুব একা। কোনও বন্ধু নেই তার। সন্তান, সংসার নিয়ে চরম ব্যস্ততায় কাটে তার জীবন।

Ay Tobe Sahachari

সহচরীর স্বপ্ন যে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গোল্ড মেডেলিস্ট হবে। কিন্তু এই মাঝবয়সি এক মহিলা কীভাবে লেখাপড়া এগিয়ে নিয়ে গিয়ে শিক্ষার শীর্ষে উঠবে? কার প্রেরণায়? কার সাহচর্যে? গল্পের ছাঁচ বলছে বরফির সাহচর্যে। বাকিটা সময় বলবে। আজ এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দেখানো হল ধারাবাহিকের প্রোমো।

সেখানে দেখা যাচ্ছে সহচরী ঠাকুর ঘরে আরতিরতা। কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে প্রথম দিন কলেজে যায় সহচরী। সেখানে তাকে মাসিমা বলে সম্বোধন করা হয়। বলে- “মাসিমা আপনি ভুল করে ঢুকে পড়েছেন। এটা মন্দির না,কলেজ।” সেই সময় সাইকেল চালিয়ে সেখানে হাজির বরফি। সহচরী কারো ধাক্কায় পড়ে গেলে বরফি তাকে হাত ধরে তোলে। এবং দুজনে সাইকেলে চেপে ক্লাসে যায়। শুটিং শুরু হয়নি এখনও। কবে থেকে সম্প্রচার তাও জানায়নি চ্যানেল।

প্রসঙ্গত, ‘অন্দরমহল’-এর পর অনেকদিনের ব্রেক নিয়ে টেলিভিশনে ফিরলেন কনীনিকা। এর মাঝে করেছেন শর্ট ফিল্ম। একটি অনলাইন অ্যাক্টিং ওয়ার্কশপ-ও করান তিনি।

নিউজ ফ্রন্টের তরফে জানতে চাওয়া হয়, কোথাও গিয়ে কী ‘অন্দরমহল’-এর পরমেশ্বরীর সঙ্গে সহচরীর মিল খুঁজে পাও? কনীনিকা বলেন- “পরমেশ্বরী বলো বা সহচরী, তারা সকলেই আমাদের আশেপাশেই থাকে। এমনকী আমাদের ঘরেও থাকে। যেমন ধরো আমাদের মা, তাদেরকে আমরা ব্যস্ততার কারণে সময় দিতে পারি না৷ আবার তাদের ছাড়া আমাদের চলেও না। তারা খুব একা আসলে। সহচরী তেমনই একজন।

মজাটা হল, আমি যখন পরমেশ্বরী হই তখন আমি কিয়া (কনীনিকার মেয়ে)র মা হইনি। আজ আমি রিয়েল লাইফে একজন মা। কিয়ার মা। আবার সহচরীও একজন মা। খুব সুন্দর নিজের রিয়েল আর রিল লাইফটা এক সুতোয় বেঁধে এনজয় করব বলে আশাবাদী আমি। আমি মনে মনে সিক্সটিন। তাই অরুণিমার মতো একজন কলেজ পড়ুয়ার সঙ্গে আমার দারুণ ভাব জমেছে। একইভাবে সহচরীর কলেজে বন্ধু হয় বরফি। ফলে, সহচরীও মানসিকভাবে সিক্সটিন বলতে পারো। আসলে বন্ধুত্বের কোনও বয়স হয় না। আমার বেশিরভাগ বন্ধু আমার থেকে ২০-২৫ বছরের বড়। তারা সকলেই আমায় নিজেদের অনেক গোপন কথা শেয়ার করে। আবার আমার বোন আমার থেকে ৬ বছরের ছোট। সেও তার সিক্রেটস আমাকে সব বলে। পরমেশ্বরী তার স্বামীর আগের পক্ষের মেয়ে জুজুর খুব ভাল বন্ধু হয়ে উঠেছিল। সেখানেও কিন্তু অসম বয়সের বন্ধুত্ব ছিল। সুতরাং সহচরী এবং পরমেশ্বরীর মধ্যে এই জায়গায় মিল তো আছেই।”

আরও পড়ুনঃ রাজর্ষি দে’র ‘মায়া’তে গান গাইবেন কমলেশ্বর কন্যা উজান মুখোপাধ্যায়

কনীনিকার কাছে জানতে চাওয়া হয়, আসল বয়সের থেকে বেশ খানিকটা বেশি। কতটা চ্যালেঞ্জিং। কনীনিকা জানান- “আমি তো সো কলড স্টার নই। আমি একজন অভিনেত্রী। তাই যে চরিত্রটা করতে মজা পাব, নিজেকে খুঁজে পাব তেমন চরিত্র পেলে হাতছাড়া করি না। চরিত্রটা পেয়ে সবার আগে আমার অনুপম খেরের কথা মনে পড়েছিল। উনি যদি ‘সতরঞ্জ’ করতে পারেন আমি তাহলে সহচরী করতে পারব না কেন? উনি অভিনেতা। আমি অভিনেত্রী। অভিনেতার কাজই হল নিজেকে ভাঙা এবং গড়া। আমি সেই কাজটাই করব। আশা করি ভাল লাগবে সকলের।

আর বলব, সাহানা দি’র কথা। তাঁর লেখার আমি ভক্ত। সহচরীকে তিনি যেভাবে দেখাতে চাইছেন তা এককথায় অনবদ্য। আমাকে চরিত্রটা নিয়ে বলার সময় সাহানা দি বলেছিলেন- “বয়সটাকে তুরি মেরে ঘুড়ির মতো উড়িয়ে দাও।”…

আরও পড়ুনঃ নাইট কার্ফু চলাকালীন আটক অভিনেত্রী ইশা সাহার গাড়ি

ধারাবাহিকে বরফির চরিত্রে অরুণিমা হালদার। এটিই তাঁর প্রথম টেলিপর্দায় ডেবিউ। ‘নান্দিকার’-এ অভিনয় করেন তিনি। একইসঙ্গে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী তিনি। সাংবাদিকদের ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি জানান- “আমি যখন কনীনিকা দি’কে হাত ধরে তুলছিলাম আমি তখন কাঁপছিলাম। ছোট থেকেই ওঁর ভক্ত আমি। দিদির মতো একজন স্টারকে কাছ থেকে দেখা, তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করা– সব মিলিয়ে আমি নার্ভাস ছিলাম। দিদি সেটা বুঝতে পেরে আমায় বলেছিলেন, তুই কি নার্ভাস? একদম নার্ভাস হবি না। এই কথা যখন অমন মাপের এক অভিনেত্রী বলেন, তখন অপরদিকের মানুষটির কনফিডেন্স লেবেল এমনিই বেড়ে যায়। আমারও সেটাই হয়েছিল। আমার সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেছে দিদির। একবারও মনে হয় না দিদি আমার থেকে এতটা বড়। খুব ফ্রেন্ডলি।”

অরুণিমার কথার রেশ টেনে কনীনিকা বলেন- “আমি স্টার নই। কাজ পেলে করি। আবার কখনও কখনও উধাও হয়ে যাই। স্টার মনে করার কিছু নেই। অরুণিমার শেখার অদম্য ইচ্ছা। এটা ওঁকে অনেকদূর নিয়ে যাবে।”
ধারাবাহিকের প্রোমোতে দেখা গেছে ছন্দা চট্টোপাধ্যায় এবং ইন্দ্রজিৎ চক্রবর্তীকে। রয়েছেন আরও অনেকে।
প্রোমো সকলের মনে ধরার মতো। খুব শীঘ্রই টিভির পর্দায় আসবে এই ধারাবাহিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here