রাজ্য ব্যাডমিন্টনে রায়গঞ্জের অয়ন দুই বিভাগেই রানার্স

0
69

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

জলপাইগুড়িতে অনুষ্ঠিত ৮২ তম ব্যাডমিন্টন প্রতিযোগীতায় সোমবার উত্তর দিনাজপুরের অয়ন পাল বালক বিভাগে অনুর্ধ ১৭ ও অনুর্ধ ১৯ উভয় বিভাগেই রানার্সের মর্যাদা পায়। অনুর্ধ ১৭ সাব জুনিয়ার বিভাগে উত্তর দিনাজপুরের অয়ন পাল আদিত্য মন্ডলের কাছে ২২-২০, ২১-১২পয়েন্টস ফাইনালে যেমন পরাজিত হয় তেমনি জুনিয়ার বিভাগে অনুর্ধ১৯ এ অয়ন পাল দীপ্তজ্যোতি সরকারের কাছে ২১-১৮,২৩-২১ পয়েন্টসে ফাইনালে হেরে রানার্স হয়।

Ayan runners in state Badminton Competition
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক নির্মল কুমার ঘোষ বলেন যেকোন খেলতে হারজিত থাকবেই। অয়ন ভালো খেলবে আমরা জানি। অয়ন ভালো খেলেছে জন্যই ফাইনালে পৌঁছাতে পেরেছে। তাই অয়নের এই বিরাট সাফল্যে আমরা উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন এসোসিয়েশন তথা জেলা বাসী সবাই খুশি।অয়ন আগামীতে জাতীয় স্তরে খেলবেই আমার দৃঢ় বিশ্বাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here