নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আগামী ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন সম্প্রচার করার জন্য সংবাদ মাধ্যমকে মুচলেকা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে অযোধ্যা জেলা প্রশাসন।
ভূমিপূজন সম্প্রচারের সময় কোনও বিবদমান পক্ষকে এনে বিতর্ক তৈরি করা যাবে না। সংবাদ মাধ্যমকে এই মর্মেই মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সংবাদ মাধ্যমের প্রতিনিধি নির্দিষ্ট সম্প্রদায়, গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধেও কোনও মন্তব্য করতে পারবেন না বলে জানানো হয়েছে।
জেলা প্রশাসনের তৈরি মুচলেকায় বলা হয়েছে যে, ‘ভূমিপূজনে’র সময় অযোধ্যায় কোনও আইন-শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিলে তার জন্য দায়ী থাকবে সংবাদ মাধ্যম। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের প্রধানদের এই মর্মে মুচলেকা দিতে হবে।
আরও পড়ুনঃ ছায়া মহামারি রোধে সিট গঠন হাইকোর্টের
সংবাদ মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারের জন্য ইন্ডোর স্পেস চিহ্নিত করা হয়েছে, অন্য জায়গা থেকে বা পাবলিক স্পেস থেকে কোনও সম্প্রচার করা যাবে না। সংবাদ মাধ্যমকে ৯ সদস্যের একটি কমিটির থেকে সম্প্রচারের জন্য অনুমতি নিতে হবে। রামমন্দিরের ভূমিপূজনকে কেন্দ্র করে বিতর্কের জন্য কোনও পক্ষকে ডাকা যাবে না বলেও মুচলেকায় উল্লেখ থাকছে।
প্রত্যেক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্মীকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে কাজ করতে হবে। প্যানেলিস্টদের বাইরে কোনও দর্শকের কথা সম্প্রচারে তুলে ধরা যাবে না বলে উল্লেখ রয়েছে ওই মুচলেকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584