অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
ফের বদল পাকিস্তান ক্রিকেটে। অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলিকে পাকিস্তানের টেস্ট অধিনায়কের পদ থেকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বাবর আজমকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ফলে সব ধরণের ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন বাবর আজম।
এর আগে ২০১৯ সালের শেষের দিকে সরফরাজ আহমেদকে সরিয়ে ওয়ানডে ও টি-২০’র দায়িত্ব দেওয়া হয় বাবরকে। এবার টেস্টেও দায়িত্ব পেলেন এই ২৬ বছর বয়সী ব্যাটসম্যান।
এই দায়িত্ব পেয়ে বাবর জানিয়েছেন তিনি বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত। তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা কাজে তিনি অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে চান।
আরও পড়ুনঃ বিরাট ছুটিতে যাওয়ায় হতাশ স্টিভ
আসন্ন ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে পাকিস্তান। টেস্ট অধিনায়ক হিসেবে সেখানেই অভিষেক হবে তার। সর্বশেষ ইংল্যান্ড সফরে টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন আজহার আলী। সেই সিরিজে পাকিস্তানকে ১-০ ব্যবধানে হারায় ইংল্যান্ড।
ইংল্যান্ড সফরে আজহার আলীর অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। তাই তার জায়গায় নতুন অধিনায়ক করা হল বাবরকে। এদিকে বাবর আজমের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তান। ঘরের মাঠে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে সফরকারী জিম্বাবয়েকে হারিয়েছে তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584