ওয়েবডেস্কঃ
বাবরি মসজিদ-রাম মন্দির শুনানি আবার ২০১৯এ-আজ সুপ্রীমকোর্ট এই মামলা ২০১৯ এর জানুয়ারি পর্যন্ত মুলতবি রাখল।
প্রধান বিচারপতি জাস্টিস রঞ্জন গগৈ’এর নেতৃত্বে, জাস্টিস এস. কে. কউল ও জাস্টিস
কে. এম. জোসেফের বেঞ্চ আজ এই নির্দেশ দেন যে জানুয়ারিতে নির্দিষ্ট বেঞ্চে ঠিক করা হবে শুনানির তারিখ বলে Live Law সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে বাবরি মসজিদের জমি তিন ভাগে ভাগ করে একভাগ দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে, এক ভাগ নির্মোহী আখাড়াকে ও আরেক ভাগ রামলালাকে।
সুপ্রীমকোর্টে আজ চার মিনিটের শোনানির পরের নির্দেশের অর্থ করলে দাঁড়ায় যে এমনও হতে পারে যে ওই মামলার শুনানির জন্য নতুন কোনও বেঞ্চ গঠন করা হবে এবং শুনানি শুরু হতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা আরও দেরি হতে পারে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584