সুদীপ পাল,বর্ধমানঃ
এই কেন্দ্র থেকে আমি জিতবই এমনটাই বলছেন আসানসোলের গত লোকসভা নির্বাচনের বিজয়ী প্রার্থী বাবুল সুপ্রিয়।যদিও বিজেপি নেতৃত্ব এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি কিন্তু আসানসোলের এই লোকসভা কেন্দ্রে যে বাবুল সুপ্রিয় প্রার্থী হতে চলেছেন তা তাঁর কথাতেই বোঝা যাচ্ছে।
এবার গায়ক বাবুলের বিরুদ্ধে অভিনেত্রী মুনমুন সেন প্রার্থী। এর আগে ২০১৪ সালে মন্ত্রী বাবুলের বিরুদ্ধে নির্বাচনে হেরেছিলেন দোলা সেন। এবার আবার সেই সেন তবে এবার মুনমুন সেন। যা দেখে মন্ত্রী তাঁর ব্যক্তিগত টুইটে লিখেছেন “Mamtaji always presents me with SEN-sational opponents in Asansol Elections… Dola SEN in 2014 and Moonmoon SEN in 2019″।
আরও পড়ুনঃ মেদিনীপুর লোকসভায় তৃনমুল কংগ্রেস প্রার্থী মানস
তিনি বলেন, ‘আমি সারা বছর আসানসোলের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের সুখ-দুঃখের সাথি হওয়ার চেষ্টা করি। শাসক দলের তৈরি করা বিভিন্ন প্রতিকূলতার মাঝেও আমার সাংসদ তহবিলের অর্থ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকায় আসানসোলের উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি গত পাঁচ বছরে।’ সুতরাং মানুষ যে তাঁর পাশে থাকবেনই সে নিয়ে তিনি নিশ্চিত।
যদিও তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন বাবুলকে কটাক্ষ করে বলেন, যা বলার ২৩ মে পর্যন্ত বলে নিক তারপরে তো হেরে গিয়ে পালাতে হবে আসানসোল ছেড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584