সুদীপ পাল,বর্ধমানঃ
দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে সপরিবারে আসানসোলে পৌঁছালেন বাবুল সুপ্রিয়। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রথম আসানসোলে পা দিলেন তিনি। পাণ্ডবেশ্বর সিনেমা হল মোড়ে দলীয় কার্যালয় উদ্বোধন করতে এসে বাবুল সুপ্রিয় বললেন, নতুন দপ্তরের কাজকর্ম বুঝে নিতে দিন পনেরো সময় লাগবে। তারপরেই নজর দেবেন আসানসোলের পরিবেশ রক্ষার ক্ষেত্রটিতে।
আসানসোলে বেশকিছু কলকারখানা থেকে দূষণ ছড়ানোর অভিযোগ রয়েছে। ধীরে ধীরে সেগুলির তালিকা তৈরি করে কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হবে। গ্রহণ করা হবে প্রয়োজনীয় ব্যবস্থা। নতুন কার্যালয় উদ্বোধন করতে এসে অভিযোগ করেন,কুমারপুকুর এর কাছে জি টি রোডের দিকে অবৈধ দখলদার উচ্ছেদ না হওয়ায় রেল উড়ালপুল তৈরির কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এই রাজ্য সরকার দেখছে না। তিনি রেলকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
দলীয় কার্যালয় উদ্বোধনের পর তিনি বলেন,এই জয় তাঁর একার নয়।কর্মী-সমর্থকরা আপ্রাণ পরিশ্রম করেছে বলেই এই জয় এসেছে।স্থানীয় রক্ষাকালী মন্দিরে গিয়ে পুজো দেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন আর কোনো রকম বিজয় মিছিল হবে না। যদিও বাবুলের দাবি, আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা এলাকাতেই জয় পেয়েছে বিজেপি। এই এলাকায় আলাদা আলাদা করে বিজয় মিছিল করবে দল। বাবুলের হুঁশিয়ারি, এই বিজয় মিছিলে যদি বাধা দেওয়া হয় এবং তার জন্য গন্ডগোল বাধে তবে তার দায় রাজ্য সরকারের উপরেই বর্তাবে।
তৃণমূলের জেলা চেয়ারম্যান ভি শিবদাসন বলছেন,গতবার আসানসোলের জন্য অনেক কিছু করবেন বলেছিলেন বাবুল কিন্তু কিছুই করেননি। এবারে উনি কাজ করলে কেউ বাধা দেবেন না। তৃণমূল কখনো উন্নয়নে বাধা দেয় না।
আরও পড়ুনঃ বিকলাঙ্গ ছাত্রছাত্রীদের সাহায্যে এগিয়ে এলেন অবসরপ্রাপ্ত রেলকর্মী
বাবুল বলছেন, আসানসোলের পরিবেশ রক্ষায় পদক্ষেপ গ্রহণ রক্ষার পদক্ষেপ গ্রহণ করবেন তার সাথে যেসব কাজগুলি অসম্পূর্ণ হয়ে আছে সেগুলি দ্রুত সম্পূর্ণ করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584