নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গত কয়েকদিন ধরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র ফেস্টবুক পোস্ট ঘিরে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। কদিন আগে ফেসবুক পোস্টে রাজনীতিকে ‘আলভিদা’ জানিয়েছিলেন সাংসদ, তার মাঝে বেশ কয়েকবার এডিট করে পোস্টে কিছু পরিবর্তনও করেছেন। প্রথম পোস্ট লিখেছিলেন রাজনীতির পাশাপাশি সাংসদ পদ থেকেও ‘ইস্তিফা’ দেবেন। এবার জানালেন, শুধু রাজনীতি থেকেই সরে যাচ্ছেন কিন্তু ‘অরাজনৈতিক’ সাংসদ হয়ে মেয়াদ সম্পূর্ণ করবেন তিনি। সোমবার জেপি নাড্ডার সাথে বৈঠকের পর এমনটাই জানালেন তিনি।
দিল্লিতে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন বাবুল। বলেন, “রাজনীতি ছাড়ার ইচ্ছেটা আমার ভোটের আগে থেকেই এসেছিল। আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং নাড্ডাজিকে ধন্যবাদ জানাই আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। কিন্তু ওঁদের একটা কথা শোনা উচিত বলে আমার মনে হল। তাই সিদ্ধান্ত বদল করলাম।”
আসানসোলের বিজেপি সাংসদ জানিয়েছেন, “সাংসদ হিসেবে যে সাংবিধানিক পদ আমার রয়েছে, সে কাজ আমি চালিয়ে যাব।” কিন্তু কোনও রাজনৈতিক কর্মসূচিতে তিনি আর থাকবেন না, এদিন একথাই জানালেন তিনি। মুম্বই বা দিল্লিতেও সাংসদের কোনও ফ্ল্যাট বাবুল আর নেবেন না এবং যে ঘর আছে সেটাও তাড়াতাড়ি ছেড়ে দেবেন। একই সঙ্গে সাংসদ হিসেবে যা নিরাপত্তা তাঁর রয়েছে, তাও ছাড়ছেন তিনি। কিন্তু সংসদ হিসেবে সাংবিধানিক যে দায়িত্ব তা তিনি পালন করবেন বলে জানান। আর নতুন করে কোনও রাজনৈতিক দলেও যোগ দেবেন না বাবুল।
আরও পড়ুনঃ কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি পদ খোয়ালেও, সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দুই
বাবুল সুপ্রিয় আরো জানিয়েছেন, যতদিন পর্যন্ত বিকল্প অর্থ উপার্জনের ব্যবস্থা তিনি করতে পারছেন , ততদিন পর্যন্ত সাংসদ হিসেবে নিজের বেতন নেবেন। একবার পাকাপাকিভাবে অন্য পেশায় এলে তখন আর তিনি রাজনীতির ধারকাছ মাড়াবেন না এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে তাঁর কথায়।
আরও পড়ুনঃ ১০০ ফ্লেক্সে ত্রিপুরা সাজিয়ে দলনেতাকে স্বাগত হুগলির কুন্তল ঘোষের
শেষপর্যন্ত সোমবার বাবুলের এই ঘোষণায় গত কয়েকদিন যাবৎ তাঁর সোশ্যাল মিডিয়া ‘রঙ্গে’ যবনিকা পতন হল বলেই আশা করা যাচ্ছে। অর্থাৎ ২০২৪ পর্যন্ত আসানসোলের ‘অরাজনৈতিক’ সাংসদ হিসেবেই দেখা যাবে বাবুল সুপ্রিয়কে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা এখনই বাবুলের এই সিদ্ধান্তকে খুব একটা পাত্তা দিতে নারাজ, তাঁদের মতে একটা ফেসবুক পোস্টেই একেকবার একেক রকমভাবে মত পরিবর্তন করেছেন তিনি। সেখানে ২০২৪ অনেক লম্বা সময়, তার মধ্যে তিনি আবারো মত পাল্টান কিনা সে উত্তর দিতে পারে একমাত্র ‘সময়’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584