রাজনীতির ‘রঙ বদল’ হলে কি সত্যিই ‘নীতি বদল’ হয়! কি প্রমাণ করবে বাবুলের দল বদল?

0
100

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

“There is nothing permanent except change”. গ্রীক দার্শনিক হেরাক্লিতাসের বিখ্যাত উক্তি। আজকের রাজনৈতিক ব্যক্তিত্বরা আর কিছু মানুন বা না মানুন… এই পরিবর্তন কে শুধুই রঙ পরিবর্তনে পর্যবসিত করেছেন। শুধু তাই নয়, এই দল বদল, রঙ বদল, ফুল বদল যাই বলা যাক, সবটা একেবারে আর্টের পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। এই যেমন ধরা যাক বাবুল সুপ্রিয়, এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে একেবারে ‘ট্রেন্ডিং’ টপিক। মন্ত্রীসভা থেকে নাম কাটা যাওয়ার পর থেকেই মোটামুটি সোশ্যাল মিডিয়াকে আশ্রয় করে দিব্যি ছিলেন। রাজনৈতিক বানপ্রস্থে যাওয়ার ঘোষণাও করে দিয়েছিলেন তারপরেই ‘ফুল বদল’ -এর পালা।

TMC leader Babul Supriyo
সৌজন্যেঃ এনডিটিভি

এই সেই বাবুল যিনি ‘টিএমছিঃ’ বলে ফেসবুক পোস্ট করতেন, কাল সব ভুলে গেলেন। অবশ্য উনি একা ভুলেছেন তা নয়, বাবুলের ভাষায় ‘টিএমছিঃ’ ও ভুলেছে। এখন প্রশ্ন নেতারা সব ভুলে গেলেও কর্মীরা কি ভুলেছেন! সোশ্যাল মিডিয়া জুড়ে তৃনমূল কর্মী-সমর্থকদের পোস্ট অন্য কথা বলছে।

আরও পড়ুনঃ সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটি টাকা আয়কর ফাঁকির অভিযোগ, বিজেপির চক্রান্ত দাবি কেজরির

এই সেই বাবুল যিনি ২০১৮ সালে রাম নবমীর দিন আসানসোলের সাম্প্রদায়িক দাঙ্গায় বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। ওই দাঙ্গায় প্রাণ যায় নুরানি মসজিদের ইমাম রশিদির নাবালক পুত্রের। তিনি পুত্রশোক ভুলে সকলের কাছে কাতর আর্জি জানান তাঁর পুত্রের যা হওয়ার হয়েছে, আর কেউ যেন প্রতিশোধের রাস্তায় না হাঁটেন। আসানসোলের তৎকালীন বিজেপি সাংসদ বাবুল কে কিন্তু দেখা যায়নি সে ভূমিকায়। আর আজ তিনি সেই মানসিকতা একদিনে পাল্টে ফেলবেন এমনটা কি কেউ আশা করবেন তাঁর থেকে! দল বদলু হলেই কি মন বদলু হতে পারবেন বাবুল?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here