অবশেষে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়

0
62

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

দীর্ঘ অপেক্ষার অবসান। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। ইস্তফাপত্র জমা দেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সময় চেয়ে নিয়েছিলেন বাবুল সুপ্রিয়। তাঁকে মঙ্গলবার সকাল ১১ টায় সময় দিয়েছিলেন লোকসভার স্পিকার। সেইমতো মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ওম বিড়লার বাড়ি গিয়ে ইস্তফাপত্র জমা দেন বাবুল সুপ্রিয়। স্পিকারও গ্রহণ করেছেন ওই ইস্তফাপত্র।

Babul Supriyo
বাবুল সুপ্রিয়

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বাবুল সুপ্রিয়। তারপরই তিনি নিয়ম মেনে সাংসদ পদ থেকেও ইস্তফার সিদ্ধান্ত নেন। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার জন্য সময়ও চান তিনি। এমনকী দিল্লিতে গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করারও চেষ্টা করেছিলেন বাবুল। কিন্তু স্পিকার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় সেইসময় বাবুল সুপ্রিয়কে সময় দিতে পারেননি। ফলে তখন ইস্তফাপত্র জমা না দিয়েই দিল্লি থেকে ফিরেতে হয়েছিল বাবুল সুপ্রিয়কে।

এরপর গত রবিবার থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, মঙ্গলবার ওম বিড়লার বাড়ি গিয়ে বাবুল সুপ্রিয় ইস্তফাপত্র জমা দিতে পারেন। কারণ এদিন বেলা ১১ টাতেই বাবুলকে সময় দিয়েছেন স্পিকার। একথা নিজেই টুইটে লিখেছিলেন বাবুল সুপ্রিয়। এরপরই মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার বাড়ি গিয়ে ইস্তফাপত্র জমা দিলেন বাবুল সুপ্রিয়।

আরও পড়ুনঃ সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ

ইস্তফাপত্র জমা দেওয়ার পর বাবুল সুপ্রিয় বলেন, “বিজেপি থেকেই আমার রাজনৈতিক জীবনে পা দেওয়া। গেরুয়া শিবির থেকে রাজনীতিতে আমার পথ চলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, অমিত শাহ এবং দলের সভাপতির প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা আমার প্রতি ভরসা রেখেছিলেন। কিন্তু আমি দলটা অন্তর থেকেই ছেড়েছি। এখন আমি আর বিজেপির কেউ নই। তাই এখন সাংসদ পদ আঁকড়ে ধরে রাখার কোনো অর্থ নেই। আমি সাংসদ পদ ত্যাগ করলাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here