নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সিএএ-এনআরসি-র বিরোধিতায় উত্তরপ্রদেশের ক্ষিপ্ত জনগণকে ঠান্ডা করার জন্য উত্তরপ্রদেশ পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছিল, গুলি চালিয়েছিল, মমতা সরকারেরও সেরকম পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি।
আরও পড়ুনঃ কলকাতা বন্দরের নব নামকরণে বিজেপিকে কটাক্ষ সোমেন-সেলিম-অভিষেকের
তাঁর এই মন্তব্যকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এর আগে কর্নাটকের এক বিজেপি নেতা জামিয়া মিলিয়া ইসলামিয়াতে হওয়া পুলিশি অত্যাচারের সপক্ষে গুলির বদলে গুলি’র নিদানকেই কার্যত অভিপ্রেত বলে মনে করেছিলেন। দিলীপ ঘোষের এই একপেশে অনৈতিক মন্তব্য এর থেকে কিছু কম নয় বলেই মনে করছেন রাজনৈতিক নেতারা।
নদিয়াতে একটি জনসভায় বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ বলেন, উত্তরপ্রদেশ সরকার, ক্ষুব্ধ জনগণকে কন্ট্রোলে আনতে যেভাবে কড়া ব্যবস্থা নিয়েছিল, মমতা সরকার সেরকম পদক্ষেপ নেয়নি কেন? ডিসেম্বরে এনআরসি-সিএএ-র প্রতিবাদে বিক্ষোভকারীরা যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট করছিল, তার বিরুদ্ধে গুলি চালানো হয়নি কেন, সে নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ বিধাননগরে ব্রাউন সুগার-সহ গ্রেফতার ১
তিনি বলেন, “উত্তরপ্রদেশ, অসম ও কর্ণাটকের সরকার এই দেশবিরোধী পদক্ষেপ আটকাতে গুলি চালিয়ে একদম ঠিক কাজ করেছিল।” পাশাপাশি ভ্যান্ডালিজমের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “ওগুলো কি ওঁদের বাবার সম্পত্তি? কীভাবে ওঁরা করদাতাদের টাকায় নির্মিত সরকারি সম্পত্তি নষ্ট করতে পারেন?”
তবে দিলীপ ঘোষের এরকম মন্তব্যের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এ দিন বাবুল সুপ্রিয় বলেন,
“দিলীপ দা যা বলেছেন তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।” তিনি টুইট করে জানান, “দিলীপ ঘোষ যা বলেছেন তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। এই গুলি চালানোর ঘটনার কথা পুরোটাই তাঁর কল্পনাপ্রসূত। উত্তরপ্রদেশ বা অসমের বিজেপি সরকার কোনও কারণেই কাউকে লক্ষ্য করে কখনও গুলি চালায়নি।”
এদিকে কংগ্রেস নেতা দীনেশ গুণ্ডূ রাও দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ করে টুইট করেন, “আপনি যে ধরণের ভাষা ব্যবহার করছেন তা নির্বোধের ভাষা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584