শুভশ্রী মৈত্র, কলকাতাঃ
রবিবার রানিকুঠিতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে দোল উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্ত্রী ও মেয়েকে নিয়ে সেখানে উপস্থিত হন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বাবুল। তখনই ভিড়ের মধ্যে থেকে এক যুবক বাবুলকে উদ্দেশ্য করে বলেন, ছবি তুলে কিছু হবে না, এখানে লড়তে হবে। বাবুল বলেন, “আরে ভাই চুপ করো। বড় নেতা হয়ে গিয়েছো?” এতেও না থেমে ওই যুবক বলেন, “সত্যি কথাই বলছি।”
তারপরেই ওই যুবককে সঙ্গে নিয়ে রানিকুঠির বিজেপি অফিসের ভিতরে ঢুকতে দেখা যায় বাবুল সুপ্রিয়কে এবং ওই যুবককে চড় মারেন বাবুল। চড়ের আঘাতে যুবকের সানগ্লাস খুলে পড়ে যায়। গোটা ঘটনাটিই ঘটে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে, রেকর্ডও হয়।
কার্যালয়ের বাইরে বেরিয়ে এসে বাবুল দাবি করেন, অশান্তি পাকাতে তৃণমূল কিছু বহিরাগত পাঠিয়েছে। তিনি বলেন, “তৃণমূল লোক ঢোকালে থাপ্পড় খাবে।” কিন্তু জল্পনা তৈরি হয় বাবুলের পরের মন্তব্যে। তিনি বলেন, কিছু বিভীষণ ও মীরজাফরও আছে। কিছু লোক গণ্ডগোল পাকানোর চেষ্টা করাচ্ছে।
আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকান্ড সল্টলেকের ঝুপড়িতে, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
এই ঘটনায় বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। কুণাল ঘোষ এই ঘটনাকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে মন্তব্য করেন। তিনি বলেন, “যারা যোগদান মেলা করে লোক আনছে, তাদের আর এসব কথার কোনও মূল্য নেই। আদি বিজেপি নব্য বিজেপির কোন্দল।” কিন্তু টালিগঞ্জের বিজেপি প্রার্থী চড় মারলেন কাকে, আর কেই বা ‘বিজেপির বিভীষণ’ থেকেই গেল প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584