মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
“আমার মনে হয় প্রধানমন্ত্রী বাঙালিদের পছন্দ করছেন না। আর ঠিক সেই কারণেই গত সাত বছরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রীর পদ পাননি।” বুধবার এমনভাবেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে আসানসোল গিয়ে বাবুলকে জেতানোর আহ্বান জানিয়েছিলেন মোদী। ২০২১-এ সেই বাবুলের মুখেই শোনা গেল উল্টো সুর। রাজনৈতিক মহলকে তাক লাগিয়ে বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। দলবদল করার পর এতদিন প্রধানমন্ত্রী বা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তাঁকে কোনও কথা বলতে শোনা যায়নি। কিন্তু দিল্লি থেকে কলকাতায় ফিরে আজ সেই ‘নীরবতা’ ভাঙলেন বাবুল। সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।
আরও পড়ুনঃ রাত পেরোলেই নির্বাচন, রেনকোট পরা ভোটকর্মীদের সঙ্গে পলিথিন ব্যাগে এল ইভিএম
বুধবার দিল্লি থেকে কলকাতায় পৌঁছন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সাংসদ বাবুল সুপ্রিয়। সকালে নামেন হাওড়া স্টেশনে। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ‘‘গত সাত বছরের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়, প্রধানমন্ত্রী বাঙালিদের পছন্দ করেন না। তাই এতদিনে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি।” এদিন আসানসোলের সাংসদের কথায় আরেক বিজেপি সাংসদের কথাও উঠে এসেছে।
আরও পড়ুনঃ তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো
বাবুল সুপ্রিয় বলেন, ‘‘আমার নিজের কথা বলছি না। বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া অনেক প্রবীণ মানুষ। কংগ্রেস থেকে বিজেপি-তে গিয়েছেন তিনি। ওঁকেও সম্মান দেওয়া দিচ্ছে না দল। কোনও স্বাধীন মন্ত্রকও দেওয়া হয়নি ওকে।” তিনি আরও বলেন যে, “দল যাই হোক না কেন, মানুষের জন্য কাজ করাটাই আসল। সেই কাজ যদি দিদির নেতৃত্বে থেকে করতে পারি তাহলে ভালো লাগবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584