রাষ্ট্রপতি শাসনের হুমকি বাবুলের, করে দেখাক-পাল্টা কল্যাণের

0
106

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বাংলায় রাষ্ট্রপতি শাসন হতে পারে বলে হুমকি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা শুরু করলেন। শুক্রবার বাবুল সুপ্রিয় সোজাসাপ্টা ভাষায় জানিয়ে দেন, যেভাবে চলছে তাতে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে বাংলায়।

babul suprio | newsfront.co
ফাইল চিত্র

তিনি এদিন জানিয়েছেন,”একুশের নির্বাচনের আগে শাসক দল যেভাবে রাজ্যজুড়ে হিংসা ছড়াচ্ছে তাতে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া উপায় নেই।”বাবুল সুপ্রিয় এদিন আরও বলেছেন, ”হিংস্র সরকারকে থামানোর পথ কিন্তু সংবিধানে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন, ভয় দেখিয়ে মানুষকে ভোট দিতে যেতে দেবেন না, বিরোধীদের ওপর আক্রমণ করবেন, তা হলে সংবিধানে এসব থামানোর ব্যবস্থা আছে।

kalyan banerjee | newsfront.co
ফাইল চিত্র

আগামী ছ’মাসে নিজেকে শুধরে নিন মমতা। এভাবে হিংসার রাজনীতি কিন্তু চলবে না। আমরা এই নিয়ে বারবার রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি। হিংসার রাজনীতি, খুনের রাজনীতি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনমতো ব্যবস্থা নেওয়া হবে।” এর আগে বাবুল সুপ্রিয় অভিযোগ করেছিলেন, রাজ্যের পুলিশকে বিজেপির বিরুদ্ধে ব্যবহার করছে শাসক দল।

আরও পড়ুনঃ রোজগার বন্ধ, স্কুল খোলার দাবিতে আন্দোলন স্কুল বাস সংগঠনের

তিনি পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টুইটারে সরব হয়েছিলেন। রাজ্যপাল জগদীপ ধনখড়ও রাজ্যের সরকার ও পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন। বাবুলের ৩৫৬ ধারা জারির ইঙ্গিতের পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ আদালতের নিষেধ সত্ত্বেও রবীন্দ্র সরোবরে ছটপুজো করার দাবিতে বিক্ষোভ

তিনি বলেছেন, ”হিম্মত থাকলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক বিজেপি। রোজ রোজ একই কথা বলার কোনও মানে হয় না। কখনও অমিত শাহ বলছেন, কখনও রাজ্যপাল বলছেন, কখনও আবার বাবুল সুপ্রিয় বলছেন। তাদের সব কথার জবাব দেবে বাংলার মানুষ।”

তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ও বাবুলকে পাল্টা দিতে ছাড়েননি। তিনি বলেছেন, ”ভোটের আগে এভাবে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। আমরা জানি কোন পরিস্থিতিতে ৩৫৬ ধারা লাগু হতে পারে। বাবুল হয়ত ভালো করে সংবিধান পড়েননি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here