নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ইন্দিরা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার বদলে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরূদ্ধে। যদিও বর্তমানে অভিযুক্ত তৃণমূল নেতা কিশোর দন্ডপাঠ এলাকা থেকে পলাতক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার নয়াগ্রামে।
অভিযোগ, ঐ এলাকার তৃণমূলের প্রাক্তন প্রধানের রুনু দন্ডপাঠের স্বামী কিশোর দন্ডপাঠ গতকাল এলাকার এক মহিলা মালতী দোলুইয়ের বাড়িতে যায় কিশোর বাবু। সেই সময় মহিলার বাড়িতে কেউ না থাকায় ঐ মহিলাকে সরকারি বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলে এবং তার পরিবর্তে ঐ মহিলাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। গৃহবধূ রাজি না হওয়ায় তার হাত ধরে টানাটানিও করে বলেও অভিযোগ।
মহিলা বিষয়টি তার স্বামী সহ এলাকার মানুষদের জানালে অভিযুক্ত তৃণমূল নেতা পালিয়ে যায়। ঘটনার পর আজ ঐ অভিযুক্তের বিরূদ্ধে গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করেছে ঐ মহিলা।
এবিষয়ে এলাকার বিজেপি নেতা সুজয় দাস বলেন, ঐ ব্যক্তির নামে এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে বিজেপি।
আরও পড়ুনঃ পণের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
অভিযুক্তর স্ত্রী প্রাক্তন প্রধান রুনু দন্ডপাঠ জানান, তার স্বামীর বিরূদ্ধে এগুলো মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বলে জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584