মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
প্রয়াত হলেন কিংবদন্তি ব্যডমিন্টন প্লেয়ার নন্দু নাটেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। বিগত মাস তিনেক ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই ভারতীয় প্লেয়ার। বুধবার সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নিলেন তিনি।
তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, করোনার কারণে কোনও স্মরণসভার আয়োজন করা হচ্ছে না। নন্দু রেখে গেলেন তাঁর একমাত্র ছেলেকে। নাম গৌরভ নাটেকর। যিনি একজন বিখ্যাত টেনিস প্লেয়ার। ডেভিস কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং লিয়েন্ডার পেজের সাথে জুটিতে ১৯৯৪ সালের হিরোশিমা এশিয়ান গেমসে স্বর্ণপদকও জিতেছিলেন গৌরভ।
ভারতের ব্যাডমিন্টন জগতের তারকা ছিলেন নন্দু নাটেকর। একশরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে জিতেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ‘ভারতের খেলাধুলোর ইতিহাসে নন্দু নাটেকরের নাম সর্বদাই উজ্জ্বল। তিনি যেমন একদিকে ছিলেন দক্ষ ব্যাডমিন্টন প্লেয়ার, তেমনই ছিলেন আইকন। ওঁর সাফল্য পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। ওঁর আত্মার শান্তি কামনা করি এবং ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
আরও পড়ুনঃ কোভিড পজিটিভ ক্রুণাল পান্ডিয়া, স্থগিত ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-২০
১৯৩৩ সালে পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গলিতে জন্ম হয়েছিল ভারতের ব্যাডমিন্টন তারকা নন্দু নাটেকরের। ১৫ বছরের কেরিয়ারে প্রচুর সাফল্য পেয়েছেন তিনি। নন্দু ৬ বারের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। সালটা ছিল ১৯৫৬। মালয়েশিয়াতে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছিলেন। এরপর ১৯৫৪ সালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। সব মিলিয়ে নন্দু ছিলেন ভারতীয় ব্যাডমিন্টনের আইকন। ১৯৬১ সালে পেয়েছিলেন অর্জুন পুরস্কার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584