নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সরকারিভাবে বিজেপিতে যোগদান করলেন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। এর আগে প্রধানমন্ত্রীর বক্তৃতার প্রশংসা করেছিলেন এই খেলোয়াড়। এবার সরাসরি দলেই যোগ দিলেন তিনি।
এর আগে গৌতম গম্ভীর, ববিতা ফোগত, যোগেশ্বর দত্ত-সহ অনেকেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। বুধবার সাইনার সঙ্গে বিজেপিতে যোগ দেন তাঁর বোন চন্দ্রাংশুও।এ দিন দিল্লিতে বিজেপির সদর দফতরে সাইনার হাতে সদস্যপদ তুলে দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।
এএনআই সূত্রে খবর, সাংবাদিকদের সাইনা বলেন, খেলার দুনিয়ায় আমি অনেক ট্রফি জিতেছি। দেশের নাম উজ্জ্বল করেছি। আজ আমি এমন একটা দলে যোগ দিচ্ছি, যে দল দেশের জন্য ভাল কাজ করছে।
#WATCH Badminton Player Saina Nehwal on joining BJP: The way Prime Minister works day & night, I like it very much. I like doing something for the country & BJP is a party that is doing good work for the country, I am happy to have joined the party. pic.twitter.com/q8oHcemoLh
— ANI (@ANI) January 29, 2020
পাশাপাশি তিনি এও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব পরিশ্রমী এক মানুষ, আর যারা পরিশ্রম করেন তাঁদের সাইনা সম্মানের চোখে দেখেন, যেহেতু তিনি নিজেও পরিশ্রম করতে ভালবাসেন। তাই ভবিষ্যতে দেশের জন্য আরও ভাল কাজ করার এবং দেশের মুখ উজ্জ্বল করার জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584