বাদুড় সেজে বর্তমান পরিস্থিতির নাটকীয় উপস্থাপনা অপরাজিতা আঢ্যর

0
126

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

দিনগুলো সত্যিই অন্যরকম হয়ে গেছে আমাদের। অচেনা শহর, অচেনা মানুষ, অচেনা জীবনযাপন। অচেনা মানুষ বলার কারণ- করোনা এড়াতে আমরা সবাই মুখে মাস্ক পরছি। এবার থেকে বাসে-ট্রামে ওঠার আগেও হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর মুখে মাস্ক না পরলে ওঠা যাবে না বাসে-ট্রামে।

aparajita Auddy | newsfront.co

তিনজনের সিটে বসবে দুজন৷ আর দুজনের সিটে একজন। বাস-ট্রামের হ্যান্ডেল ধরে ঝুলে আর যাওয়া যাবে না। ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও যাওয়া যাবে না গন্তব্যে। মোদ্দাকথা, ‘বাদুড় ঝোলা ভিড়’ শব্দ তিনটে উঠে যাবে নাগরিকজীবন থেকে। এমনই নির্দেশিকা করোনার প্রতিপক্ষ যোদ্ধাদের উদ্দেশ্যে।

Aparajita Auddy | newsfront.co

এখন কথা হল, সেই দিন আনা দিন খাওয়া মানুষগুলির কী হবে? তারা তো এভাবেই অভ্যস্ত। সময়ে গন্তব্যে পৌঁছতে না পারলে থাকবে তো কাজটা? এমনিতেই দিকে দিকে শুরু হয়েছে ছাটাই পর্ব। কী দুর্দিন যে আমাদের আসছে তা ভাবতেই শিউরে উঠতে হয় প্রতিমুহূর্তে।

Aparajita Auddy | newsfront.co

নির্দেশিকা, শিউরে ওঠা- এই জাতীয় শব্দগুলিকে সামনে রেখেই নিজের ঘরে বসে একটি একাঙ্ক শর্ট ফিল্ম উপহার দিলেন অপরাজিতা আঢ্য। অপরাজিতার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘নিরন্তর অপরাজিতা’-তে মুক্তি পেয়েছে ‘বাদুড়’। নাটকীয় ভঙ্গিমায় তুলে ধরলেন নিজের বক্তব্য।

আরও পড়ুনঃ ঋষি কপূরের নিরহঙ্কার ব্যবহার তাঁকে আজও মনে রাখতে বাধ্য করেছে

কালো পোশাকে সাজলেন বাদুড়। যারা বাদুড় ঝোলা ভিড়ে বাসে-ট্রামে চড়ে ছোটেন রুটি রুজির খোঁজে তাঁদের কথা ভাববে কে? লকডাউন উঠে গেলে কী ভাবে চলবে তাঁদের জীবন-জীবিকা? দিন আনা দিন খাওয়া মানুষগুলির কী হবে এরপর? এই সব প্রশ্নের সম্ভার নিয়েই ‘বাদুড়’।

নিজের মনের কথাকে স্বাধীনভাবে ব্যক্ত করার জন্যই ‘নিরন্তর অপরাজিতা’ নিয়ে হাজির হয়েছেন তিনি। আগামী দিনে আসবে এরকমই আরও বহু মর্মস্পর্শী নিবেদন- অপরাজিতা আঢ্যর কাছ থেকে এমন আশা করা বাতুলতা নয় মোটেই। শর্ট ফিল্মটির ভাবনায় অপরাজিতা আঢ্য। সম্পাদনায় সুবীর কুমার বিশ্বাস। সঙ্গীত পরিচালনায় রাজীব মুখার্জি, সুদীপ্ত সাহা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here