ফের ভাঙ্গন বিজেপিতে, দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাগদার বিধায়ক বিশ্বজিত দাস

0
58

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ভাঙ্গন চলছেই গেরুয়া শিবিরে। গতকাল সোমবার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ যোগ দিয়েছেন তৃণমূলে, আজ বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের ঘরওয়াপসি হল।

TMC joining
তৃণমূলে যোগ দিলেন বাগদার বিধায়ক বিশ্বজিত দাস

মঙ্গলবার তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায় ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি দলীয় পতাকা হাতে তুলে নিলেন তিনি। বাগদার বিধায়কের সঙ্গেই তৃণমূলে যোগ দিয়েছেন কাউন্সিলর মনোতোষ দাস ও কর্মাধ্যক্ষ সুব্রত পাল। অর্থাৎ এখন বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা দাঁড়াল ৭২ জন।

এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ‘পিসি-ভাইপো কোম্পানি’ গ্রেফতার করিয়েছে। আর তাতেই ভয় পেয়ে তৃণমূলে যোগ দিয়েছেন তন্ময় ঘোষ। এই দলত্যাগী বিধায়কদের উদ্দেশ্যে শুভেন্দুর হুশিয়ারি, দলত্যাগ বিরোধী আইনে এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি।

আরও পড়ুনঃ কন্যাশ্রী, রূপশ্রীর পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্য, রাজ্যের আর্থিক সহায়তায় এগিয়ে আসছে বিশ্ব ব্যাঙ্ক

শুভেন্দুর বক্তব্য, বিধায়ক পদে ইস্তফা দিয়ে দলবদল করলে তা নিয়ে কিছু বলার নেই কিন্তু এক্ষেত্রে দল ব্যবস্থা নেবে। মুকুল রায়ের মতো এঁদের বিরুদ্ধেও দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ দায়ের হবে, এমনটাই জানিয়েছেন বিধান সভায় বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here