অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
কলকাতা ডার্বি নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রথমবার আইএসএলে খেলছে মোহনবাগান, ইস্টবেঙ্গল। তাই দুই দলের সমর্থকদের মধ্যে আগ্রহ অনেক বেশি। এবারের আইএসএলে এটিকের সঙ্গে জুটি বেঁধে খেলছে মোহনবাগান।
অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল এবারের আইএসএলে একেবারে নবাগত দল। তাই প্রথম কলকাতা ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের থেকে এটিকে-মোহনবাগানকে এগিয়ে রাখছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলকে হারানোর বিষয়ে আশাবাদী রয়
বাইচুং বলেন, “এটিকে-মোহনবাগান অনেক তৈরি দল। হাবাস খুব একটা পরিবর্তন করেননি দলের। অনেক দিন ধরে ভারতীয় ফুটবলে কোচিং করাচ্ছেন। ভারতীয় ফুটবলারও বিদেশি ফুটবলারদের খুব ভালো চেনেন হাবাস। তবে আমার মতে ইস্টবেঙ্গলও খুব একটা পিছিয়ে থাকবে না। কারণ রবি ফাউলার তাঁর চেনা বিদেশিদের নিয়ে দল গড়েছেন। প্লেয়াররা তাঁর অধীনে ইতিমধ্যেই ভালোভাবে মানিয়ে নিয়েছে।“
আরও পড়ুনঃ ডার্বি দেখানো হবে ক্লাবের জায়ান্ট স্ক্রিনে
একইসঙ্গে তিনি বলেন, “আমার মতে কাগজে কলমে এই ডার্বিতে ফেভারিট এটিকে মোহনবাগান। কারণ গোয়াতে খেলা হচ্ছে। তবে কলকাতায় খেলা হলে কেউ ফেভারিট থাকতো না। কারণ ওখানে প্রচুর চাপ থাকতো দুটো দলেরই। তবে বলতে পারি ইস্টবেঙ্গলও ভালো খেলবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584