মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পেলেন মেহুল চোকসি। তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল ডমিনিকার আদালত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতির কথা বলে আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন মেহুল চোকসি।
সেই মামলার শুনানি শেষে বিচারক জানান, আপাতত চিকিৎসার জন্য ক্যারিবিয়ান দেশ অ্যান্টিগা-বারবুডায় যেতে পারবেন তিনি। যে দেশের নাগরিক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্ত।
তবে সুস্থ হয়ে চিকিৎসকের শংসাপত্র নিয়ে পিএনবি জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্তকে ফের ডমিনিকায় ফিরে আসতে হবে। যে দেশে চোকসির বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশের মামলা চলছে। আদালত জানিয়েছে, ১০,০০০ ইস্টার্ন ক্যাবিরিয়ান ডলারের ব্যক্তিগত বন্ডে চোকসি অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে।
আরও পড়ুনঃ বেজোসের আগেই মহাকাশে পা আরেক বিলিয়নেয়ার রিচার্ড ব্র্যানসনের, জানালেন মহাশূন্যের অভিজ্ঞতা
উল্লেখ্য, গত ২৩ মে ক্যারিবায়ান দ্বীপপুঞ্জ অ্যান্টিগা থেকে ‘নিখোঁজ’ হয়ে গিয়েছিলেন চোকসি। গত ২৪ মে রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ তুকেরি বে’র জেটির কাছে সন্দেহজনক অবস্থায় চোকসিকে পাওয়া যায়। পরদিনই ডমিনিকায় বেআইনিভাবে প্রবেশের জন্য থানায় চোকসির বিরুদ্ধে রিপোর্ট তৈরি করা হয়।
আরও পড়ুনঃ রাজনীতিতে আর নেই রজনীকান্ত, তুলে দিলেন দল
অবশেষে ২৭ মে চোকসির ড্রাইভিং লাইসেন্স হাতে পায় পুলিশ। তারই ভিত্তিতে জানা যায়, চোকসি আদতে ভারতের নাগরিক। তারপর ২৮ মে রাতে চোকসির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তবে এই ঘটনায় অপহরণের অভিযোগ করেন মেহুলের আইনজীবী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584