নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
‘সুল্লি ডিল’ অ্যাপ নির্মাতা ওমকারেশ্বর ঠাকুরের জামিন মঞ্জুর করল দিল্লির আদালত। প্রথমবার করা অপরাধে দীর্ঘ সময়ের কারাবাস অপরাধীর সামগ্রিক সুস্থ জীবনযাপনের জন্য ক্ষতিকর, এই যুক্তিতে ঠাকুরের জামিন মঞ্জুর করলো দিল্লির আদালত।
জামিনের আবেদনের শুনানির পরে রায় দিতে গিয়ে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট পঙ্কজ কুমার বলেন,” ফরেন্সিক রিপোর্ট এখনো এসে পৌঁছয়নি, শুধুমাত্র এই যুক্তি অভিযুক্তের জামিন না হওয়ার জন্য যথেষ্ট নয়। কারণ তাঁর পক্ষে ফরেন্সিক রিপোর্ট প্রভাবিত করা সম্ভব নয়।“
তবে এই মামলায় জামিন পেলেও এখনই জেলের বাইরে বেরোতে পারবেন না ওমকারেশ্বর ঠাকুর। ‘সুল্লি ডিল’ মামলায় মুম্বাই পুলিশও ঠাকুরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। সুল্লি ডিল এমন একটি অ্যাপ যাতে মুসলিম মহিলাদের ছবি দিয়ে তাঁদের নিলাম করা হত অনলাইনে। এই অ্যাপের নির্মাতা ওমাকারেশ্বর ঠাকুর। তাকে পুলিশ গ্রেপ্তার করে মধ্য প্রদেশের ইন্দোর থেকে।
আরও পড়ুনঃ মাতৃত্বকালীন ছুটির পর বাড়ি থেকে কাজের অনুমতি মিলবে কাজের ধরণ বুঝেঃ কর্ণাটক হাইকোর্ট
একই ধরণের আরেকটি অ্যাপ, ‘বুল্লি বাই’-এর নির্মাতা নিরজ বিশ্নোই-কেও সোমবার জামিন দিয়েছে দিল্লির ঐ আদালত এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584