শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
ত্রিপুরার হিংসার ঘটনা নিয়ে প্রতিবেদনের জেরে সোমবার ত্রিপুরা পুলিশ গ্রেপ্তার করে সাংবাদিক সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝা-কে। বিশ্ব হিন্দু পরিষদের এক সমর্থকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ঐ দুই মহিলা সাংবাদিককে। বিশ্ব হিন্দু পরিষদের ঐ সমর্থক অভিযোগ করেন যে, এই দুই সাংবাদিকের প্রতিবেদনে ক্ষুণ্ণ হয়েছে রাজ্য সরকারের ভাবমূর্তি।
সমৃদ্ধি ও স্বর্ণাকে গ্রেপ্তারের পরে আদালতে পেশ করা হয়। আইনজীবী পীযূষ বিশ্বাস জানিয়েছেন, প্রত্যেককে ৭৫ হাজার টাকার বেল বন্ডে শর্তাধীন জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কাকরাবন থানায়, সেখানে তাঁদের হাজিরা দিতে হবে। কাকরাবন থানায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে দুই সাংবাদিককে। এছাড়াও পুলিশ ডাকলে তাঁদের হাজিরা দিতে হবে এমনই বলা হয়েছে জামিনের শর্তে।
আরও পড়ুনঃ দুই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর ত্রিপুরা পুলিশের, হোটেল থেকে বেরোনোতে নিষেধাজ্ঞা
উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতি দিয়ে জানায় যে, ত্রিপুরার গোমতী জেলার কাকরাবন এলাকায় হিংসা, ভাঙচুর, ক্ষয়ক্ষতি নিয়ে সোশাল মিডিয়ায় বেশ কিছু খবর ঘোরাফেরা করছে। এই সংবাদগুলি একেবারেই ভুয়ো এবং বাস্তব ঘটনার ভুল ব্যাখ্যা। এরপরই ওই দুই মহিলা সাংবাদিককে আটক করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584