মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
টানা আট ঘন্টা হাজতবাসের পর জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নারায়ণ রাণেকে জামিন দিল মুম্বই আদালত। তবে এবার থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে বেশকিছু শর্ত মেনে চলতে হবে।
জামিনের আর্জি মঞ্জুর হওয়ার পর আইনজীবী সংবাদসংস্থা এএনআইয়ের সামনে মুখ খোলেন। তিনি বলেন, ‘জামিন পেলেও ৩০ অগাস্ট ও ১৩ সেপ্টেম্বর পুলিশের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। এই ধরনের আরও প্রমাণ জোগাড়ের জন্য পুলিশকে সহযোগিতা করতে হবে। আগামী দিনে এই ধরনের কোনও মন্তব্য থেকে বিরত থাকতে হবে। তথ্যপ্রমাণ বিকৃত না করার বিষয়টি নিশ্চিত করতে হবে।” আদালতের এই চারটি শর্ত মেনে চলতে হবে নারায়ণ রাণেকে।
#UPDATE | Mahad Magistrate Court has granted bail to Union Minister Narayan Rane on furnishing a personal bond of Rs 15,000 in connection with his alleged statement against Maharashtra Chief Minister Uddhav Thackeray pic.twitter.com/OlwbVlQc3Y
— ANI (@ANI) August 24, 2021
সম্প্রতি কোঙ্কণ এলাকায় ‘জন আশীর্বাদ যাত্রা’ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার হুমকি দেন বলে অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার নতুন নামকরণ
তিনি দাবি করেন, ‘১৫ অগাস্টের বক্তৃতায় স্বাধীনতার সাল ভুলে গিয়েছিলেন উদ্ধব। নিজের দেশের কততম স্বাধীনতা বর্ষপূর্তি সে সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেনই না। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বক্তৃতার সময় মঞ্চে উপস্থিত বাকি সকলের কাছে তাঁকে জেনে নিতে হচ্ছে স্বাধীনতার কত বছর হল! আর আমি যদি সেখানে উপস্থিত থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’ এই বক্তব্যের পরই নারায়ণ রাণেকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এরপর আট ঘন্টা হাজতবাসে ছিলেন তিনি। অবশেষে জামিন মেলে। তবে জামিন পেলেও শর্ত মানতে হবে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584