আজিজুর রহমান স্মরণে বৈশাখী’র আনুষ্ঠানিক প্রকাশ

0
101

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

Baisakhi formal publication by Azizur Rahman remembered | newsfront.co
নিজস্ব চিত্র

পরাধীন ভারতবর্ষের অখন্ড বাংলার এক অখ্যাত পাড়াগাঁয়ে আজ থেকে প্রায় একশ বছর আগে জন্ম গ্রহন করেন ডাঃ আজিজুর রহমান।পদ্মা যেখানে ভৈরবকে ছুঁয়ে গেছে ,আম-জাম,নারকেলের বাগান আর বাঁশ বাগান যেখানে পরম আত্মীয়তার বন্ধনে একে অপরকে জড়িয়ে আছে, পাখিদের কলতান আর পদ্মার বুক থেকে ভেসে আসা মাঝিদের পাগল করা সুর মূর্ছনা যেখানে নীল আকাশের নিচে কাশফুলের বনে হিল্লোল তুলে নতুন অতিথিকে স্বাগত জানায় সেখানেই তাঁর জন্ম।
সততা, নিষ্ঠা, নিরলস কর্তব্যবোধ ও সুদূর প্রসারী উচ্চাকাঙ্ক্ষা মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে ডাঃ আজিজুর রহমান তারই জ্বলন্ত উদাহরণ।ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তিনি ছিলেন অত্যন্ত স্নেহভাজন।

Baisakhi formal publication by Azizur Rahman remembered | newsfront.co
নিজস্ব চিত্র

আজিজুর বাবুর ঘটনাবহুল জীবন ইতিহাসের কিছু স্মৃতি সহ তাঁর নামের একটি স্মারক পত্রিকা ‘বৈশাখী’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হল আজ।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মইনুল ইসলাম, আনসারুদ্দিন, এমদাদুল হক নূর, ডাঃ এম. এ .রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঘাটাল উৎসবে ভলিবল চ্যাম্পিয়ন রাজনগর ইয়াংস স্পোর্টিং ক্লাব

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here