বিজেপির রাজ্য কমিটিতে আসতে পারে বৈশাখী

0
225

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

শোভন চট্টোপাধ্যায়ের পর এবার ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির রাজ্য কমিটিতে আসছেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর।

Shovon Baisakhi | newsfront.co
শোভন-বৈশাখী। ফাইল চিত্র

প্রসঙ্গত, বুধবারই বিজেপির রাজ্য কমিটির সাধারণ ও আমন্ত্রিত সদস্যদের নাম ঘোষণা করা হয়। কিন্তু সেখানে বৈশাখীদেবীর নাম ছিল না। বুধবারের ঘোষিত তালিকায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নাম ছিল। তাঁকে বিজেপির রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়।

আরও পড়ুনঃ ফের অধীরেই আস্থা সোনিয়ার

এবার অধ্যাপিকা বৈশাখীদেবীকেও বিশেষ আমন্ত্রিত সদস্য করার কথাই ভাবছে গেরুয়া শিবির। এদিন বৈশাখীদেবীর পাশাপাশি আরও রাজ্য কমিটিতে আরও কয়েকজনকে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হবে। দলীয় সূত্রে খবর, একুশের নির্বাচনের আগে বিশিষ্ট শিক্ষাবিদ বৈশাখীদেবীকেও কাজে লাগাতে চাইছে বিজেপি।

আরও পড়ুনঃ রাজ্যে ১২ সেপ্টেম্বরের সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার

প্রসঙ্গত, একটা সময় মিল্লি আল আমিন কলেজের অধ্যাপিকা হিসেবে কাজ করেছেন বৈশাখীদেবী। দুর্নীতির প্রতিবাদ করে সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন। এমনকি, কলেজের বৈঠকেও দুর্নীতির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। বিজেপি সূত্রের খবর, তাঁর সেই দুর্নীতি বিরোধী স্বচ্ছ ভাবমূর্তিকেই যে বাংলার বিধানসভা নির্বাচনে কাজে লাগাতে চাইছে দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here