নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
নব নির্বাচিত পৌর প্রশাসক বোর্ডের একমাস পূর্তিতে সুবর্ণতটে আয়োজিত সাংবাদিক বৈঠকে পৌর প্রশাসক হরিপদ সাহা বলেন, এই একমাস কার্যকালে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তাঘাট মেরামতির দিকে লক্ষ্য দিয়েছিলাম।

পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় যেসব মনিষীদের মূর্তি আছে সেগুলি নিয়মিত পরিষ্কার ও পরিচ্ছন্ন করে মালা দেওয়ার কাজ শুরু করেছি। বালুরঘাট ট্যাঙ্ক মোড়ে যে তোরণটি আছে সেই তোরণটি বিয়াল্লিশরের আগষ্ট আন্দোলনের শহীদের স্মরণে উৎসর্গ করা হয়েছে।
আরও পড়ুনঃ হাতির হামলায় মৃতের পরিবারের সাথে সাক্ষাৎ পর্যটন মন্ত্রীর
আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে মাতৃসদন ও কলকাতার সল্টলেকে অতিথি আবাস বালুরঘাট ভবন খুলে দেওয়া হচ্ছে। অতিমহামারি করোনার জন্য অতিথি আবাসটি বন্ধ ছিল। পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে অতিথি আবাস খোলা থাকবে বলে পৌর প্রশাসক হরিপদ সাহা জানালেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584