আত্রেয়ীর জলে গৃহহীন বালুরঘাটের গোপালন কলোনি

0
63

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

আত্রেয়ীর জল ঢুকে প্লাবিত হল বালুরঘাটের এক গোপালন কলোনি এলাকা। মঙ্গলবার হঠাৎ করে বাসিন্দাদের বাড়িতে জল ঢুকে পড়ায় সকলেই তরিঘরি এলাকা ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন।

colony | newsfront.co
নিজস্ব চিত্র

কেউ সাঁতার কেটে আবার কেউ ভেলা বানিয়ে দরকারি সব জিনিসপত্র বাড়ি থেকে বাইরে বের করে আনেন। এমন ঘটনায় এলাকার কাউন্সিলর বর্ণীলা সরকারকে দুষছেন এলাকার বাসিন্দারা।

বালুরঘাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে গোপালন কলোনি এলাকায় আত্রেয়ী খাড়ির ধারে প্রায় ২০ থেকে ২৫ টি পরিবারের বাস। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি যোগাযোগ তৈরি করতে পারেনি কাউন্সিলর।

flood | newsfront.co
নিজস্ব চিত্র

পুরসভা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদাসীন মনোভাব দেখিয়েছেন বারংবার। আর যার কারণেই নদীতে জল বাড়লেই প্রতিবছর নীচু এলাকা দিয়ে জল ঢুকে পড়ে বাসিন্দাদের বাড়িতে।

আরও পড়ুনঃ স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গেল যুবক

colony flooded | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবারও ওই একই ঘটনার সম্মুখীন হয়েছেন বাসিন্দারা। প্রত্যেকের বাড়িতে জল ঢুকে পড়ায় দরকারি সব জিনিসপত্র নষ্ট হতে বসেছে। উপায় না পেয়ে কেউ সাঁতরে আবার কেউ ভেলা বানিয়ে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে উঠে আসছেন।

এলাকার বাসিন্দা সন্তোষ দাস, গণেশ সাহারা জানিয়েছেন, রাস্তা তৈরির বিষয়ে একাধিকবার পুরসভা থেকে কাউন্সিলরকে বলার পরেও তারা কোন গুরুত্ব দেননি। যার কারণে প্রতি বছর চরম সংকটের মুখে পড়তে হয় বাসিন্দাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here