বছর ঘুরলেও ভেঙ্গে পড়া আত্রেয়ী খাড়ির ফুটব্রিজ মেরামতে ব্যর্থ বালুরঘাট পুরসভা

0
81

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

এক বছর হতে চলল এখনও বালুরঘাটে আত্রেয়ী খাড়ির উপর ঘাটকালি এলাকায় ভেঙ্গে পড়া ফুটব্রিজ গড়ে তুলতে পারলো না বালুরঘাট পুরসভা বা জেলা প্রশাসন। দুর্ভোগে পড়েছে বালুরঘাট শহরের চকভবানী ও বাজার পাড়ার দুই প্রান্তের এলাকার পুরবাসিন্দারা।

damage bridge | newsfront.co
ভেঙ্গে পড়া ব্রিজ। নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে আত্রেয়ী খাড়ির ওপর এই ফুটব্রিজটি ভগ্নপ্রায় অবস্থায় ছিল। ভেঙ্গে পড়ার ঘটনার পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুই প্রান্তের সাধারণ মানুষের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন প্রশাসনকে জানানোর পর আজ পর্যন্ত নতুন করে তা না তৈরি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বালুরঘাটের চকভবানী ও বাজারপাড়ার এলাকার বাসিন্দারা।

bridge | newsfront.co
নিজস্ব চিত্র

বালুরঘাট শহরের মাঝ বরাবর বয়ে যাওয়া আত্রেয়ী খাড়ির ওপর ২০০৩ সালে পূর্ত দফতরের উদ্যোগে গড়ে উঠেছিল লোহার তৈরি এই ফুটব্রিজটি। বালুরঘাট শহরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগের সুবিধার জন্যই শর্টকাট এই হাঁটাপথের ফুটব্রিজটি তৈরি করা হয়। দৈর্ঘ্যে ৭৫ মিটার ও প্রস্থে ২ মিটার এই ব্রিজটি তৈরি করতে সেই সময় পূর্তদফতর খরচ করেছিল ১৮ লক্ষ টাকা।

নিজস্ব চিত্র

বাম আমলে বালুরঘাট শহরের আত্রেয়ী খাড়ি পারাপারের জন্য ডাকবাংলো পাড়া এলাকায় তৈরি হয় ফুট ওভার ব্রিজটি। খাড়ির দুই পারের বাসিন্দাদের সুবিধার্থে সাইকেল সহ মোটর বাইক চলাচলেও ছাড় দেওয়া হয় প্রশাসনের তরফে। ব্রিজের মাধ্যমে শহরের ১২ – ১৩ এবং ১০ ও ১১ নং ওয়ার্ডের সংযোগ স্থাপন হত। শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড়বাজারে যাবার স্বল্প সময়ের রাস্তা হিসাবে ওই ব্রীজটিকেই বেছে নিত সাধারণ মানুষ। একই ভাবে ওপারের বাসিন্দারা জেলা প্রশাসনিক ভবন থেকে শুরু করে বালুরঘাট থানা কিংবা কলেজ ও পুরসভা সবকিছুতেই যাতায়াতের মাধ্যম হিসাবে ফুট ওভার ব্রিজকেই কাজ লাগাত।

আরও পড়ুনঃ গয়েশপুরে কর্মী খুনের প্রতিবাদে রাজ্যজুড়ে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি বিজেপির

এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন যাবত ওই ব্রিজের কোন সংস্কার না হওয়ায় আস্তে আস্তে মরচে ধরে দুর্বল হয়ে পড়ে সেতুটি। পরে ফুটব্রিজের অবস্থা দেখে সাইকেল, মোটর সাইকেল সহ সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ করে প্রশাসন। কংক্রিটের দেয়াল তুলে পথ আটকানোর চেষ্টাও হয়েছিল।

কিন্তু পথচারীরা সেই কংক্রিটের দেওয়াল ভেঙ্গেই ব্রিজ দিয়ে চলাচল শুরু করেছিল। এর পরেও প্রশাসন ওই ব্রিজ সংস্কারের পথে যায়নি। শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি করে গত বছর ৭ নভেম্বর ভেঙ্গে ঝুলে যায় ফুটব্রিজটি। বন্ধ হয়ে যায় শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা।

পুরসভার তরফে দ্রুত সেতুর দুদিকের মুখ বন্ধ করে দেওয়া হয়। পুলিশের তরফেও ব্যারিকেড করে সেতু সিল করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও সময় বাঁচানোর জন্য প্রাণ হাতে নিয়ে সেই ব্যারিকেড টপকে বিপজ্জনক ব্রিজের ওপর দিয়ে চলাচল করছেন বেশ কিছু লোকজন।

এলাকার ক্ষুদ্ধ বাসিন্দারা অভিযোগ জানিয়ে বলেন, দীর্ঘদিন এই ভাঙ্গা ফুটব্রিজটি সারিয়ে তুলবার বিষয়ে পুরসভা থেকে প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি। পুরসভা ও প্রশাসনের কোন হেলদোল না থাকায় ব্রিজটি আজ ভেঙ্গে ঝুলে পড়েছে । দুর্ভোগে বালুরঘাটের দুই প্রান্তের কয়েকশো বাসিন্দারা।
যদিও বালুরঘাট পুরসভার প্রশাসক বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে নারাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here