নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা চত্বরে আশ্রয় নেওয়া এক ভবঘুরে মূক বধির মহিলাকে বালুরঘাট থানার আইসির সহায়তায় বাড়িতে ফিরিয়ে দিতে উদ্যোগী হলেন সুরজ দাস নামে দক্ষিণ দিনাজপুর জেলার এক স্বেচ্ছাসেবী।
জানা গেছে ওই ভবঘুরে মহিলা হঠাৎ বালুরঘাট থানা চত্বরে এসে থাকতে শুরু করে। এরপর থেকে থানার পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়াররাই ওই ভবঘুরে মহিলাকে দেখা শোনার ভার নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু ওই মহিলা মূক বধির হওয়ায় তার সাথে কথা বলতে সমস্যার সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ সাফারি মালিক – চালকদের নিয়ে বৈঠক আলিপুরদুয়ার জেলা ট্র্যাফিক পুলিশের
পাশাপাশি ওই যুবতী ভবঘুরে মহিলার সম্মানহানির আশঙ্কা থেকে যাওয়ায় বালুরঘাট থানার আইসির সহায়তায় দক্ষিণ দিনাজপুর জেলার সুরজ দাস নামে ওই স্বেচ্ছাসেবী ওই মহিলা কে তার বাড়িতে ফেরাতে উদ্যোগ নিলো।
আরও পড়ুনঃ জল্পনায় জল ঢেলে রামনগরের সভা সারলেন শুভেন্দু
ওই স্বেচ্ছাসেবী বালুরঘাট থানায় এসে ওই মহিলার দেখভাল করা পুলিশ কর্মীদের সাথে কথা বলেন পাশাপাশি আকার ইঙ্গিতে ওই মহিলার সাথে কথা বলার চেষ্টা করেন।এই ভবঘুরে মহিলাকে বাড়ি পৌঁছে দিতে বালুরঘাট থানার আইসি এবং সুরজ দাসের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584