বিজ্ঞাপনে মুখ ঢেকেছে যুদ্ধজয়ের স্মারক, ক্ষুব্ধ এলাকাবাসী

0
81

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

বালুরঘাট শহরের সৌন্দার্যায়নের জন্য শহরের প্রবেশপথে রঘুনাথপুর এলাকায় ৭১-এর যুদ্ধ জয়ের স্মারক হিসেবে থাকা পাকিস্তানের ট্যাংকটি আজ বিভিন্ন বিজ্ঞাপনে মুখ ঢাকায় ক্ষুব্ধ বালুরঘাটের বাসিন্দারা। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর উপহার স্বরূপ দেওয়া এই ট্যাংকটিকে পুরসভার তরফে এভাবে অবহেলায় ফেলে রাখার জন্য ক্ষোভে ফুসছেন শহরের সেই সব দিনের যুদ্ধের স্মৃতি বুকে বয়ে বেড়ানো প্রবীণ নাগরিকরা ।

Balurghat | newsfront.co
স্মারক ৷ নিজস্ব চিত্র

যদিও বালুরঘাট পুরসভার তরফে ওই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে শহরের সর্বস্তরের জনগনের এব্যাপারে সচেতনতার অভাবের কারণেই বার বার একান্ড ঘটছে।

Posters | newsfront.co
বিজ্ঞাপনে পরিবৃত ৷ নিজস্ব চিত্র

বালুরঘাট শহরের সৌন্দার্যায়ন ও ১৯৭১ এর ভারত-পাক ভয়াবহ যুদ্ধ জয়ের স্মারক হিসেবে শহরের রঘুনাথপুর এলাকায় প্রবেশ পথের উপর এই পাকিস্তানী ট্যাংকটি তৎকালীন যুদ্ধ জয়ী সেনাবাহিনীর ব্রিগেডিয়ার লক্ষ্মণ সিং লাহোল শহরবাসিকে উপহার স্বরূপ স্থাপন করেন। যা ছিল যুদ্ধ বিধ্বস্ত বালুরঘাটবাসীর কাছে গর্বের ও বাংলাদেশ স্বাধীন হওয়ার স্মৃতি স্বরূপ দর্শনীয় স্থান।

Advertisement | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গেঁওখালি জলপ্রকল্পে শ্রমিক বিক্ষোভ

কালের স্রোতে শহরের বিভিন্ন উন্নয়নের পরেও ওই স্থানেই ট্যাংকটি রয়ে যায়। অভিযোগ দীর্ঘদিন ধরে কি রাজনৈতিক ও বাজারি বিজ্ঞাপনের পোস্টার ব্যানার ফেস্টুনের আড়ালে এই ট্যাংকটি ঢাকা পরে গেলেও তা সরিয়ে ওই ট্যাংকটিকে যথাযথ ভাবে সংরক্ষণ করে রাখার ব্যাপারে কোন হেল দোল নেই বালুরঘাট পুরসভার। যার ফলে এই প্রজন্মের অনেকের কাছেই ১৯৭১ এর যুদ্ধ বিধ্বস্ত বালুরঘাটের কাহিনি অজানাই থেকে যাচ্ছে। যার জেরে ক্ষোভ জমেছে বালুরঘাটের বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুনঃ কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ অব্যাহত

যদিও বালুরঘাট পুরসভার প্রশাসক বিশ্বরঞ্জন মুখার্জী অভিযোগ অস্বীকার করে বলেন পুরসভা শহরের সৌন্দার্যায়ন রক্ষা করার ব্যাপারে সর্বদাই স্বচেষ্ট। বহুবার পুরসভার তরফে ওই সব বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হয়েছে এবং যাতে আর কোন সংস্থাই সেখানে বা অনান্য সৌন্দার্যায়ন গুলিতে কোন বিজ্ঞাপন না লাগায় তারও আবেদন পুরসভার তরফে বার বার জনগনের নিকট করা হলেও স্রেফ জনগনের সচেতনতার অভাবে বার বার এই ঘটনা ঘটে চলেছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here